হ্যাংঝাউ, 24 সেপ্টেম্বর: এশিয়ান গেমসের শুরুতে রোয়িংয়ে দাপট ভারতের ৷ পুরুষদের লাইট ওয়েট স্কালস রোয়িংয়ে রুপো জিতলেন ভারতের অর্জুন লাল জাঠ এবং অরবিন্দ সিং ৷ অন্যদিকে, রোয়িংয়ে পুরুষদের ডাবলস ইভেন্টের ফাইনালে তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছেন রোয়ার লেখ রাম এবং বাবু লাল ৷ আর কক্সড এইট টিম ইভেন্টের ফাইনালে পুরুষরা রুপো জিতেছেন ৷ সবমিলিয়ে এশিয়ান গেমসে রোয়িংয়ে তিনটি পদক জিতেছে ভারত ৷ ভারতীয় রোয়িং টিমকে এই সাফল্যের জন্য অভিন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
টোকিয়ো অলিম্পিক্সে এগারো নম্বরে শেষ করা লাইট ওয়েট স্কালস রোয়িং দল এশিয়ান গেমসের ফাইনালে পোডিয়ামে জায়গা করে নিয়েছে ৷ ভারতের দুই রোয়ার অর্জুন লাল জাঠ এবং অরবিন্দ সিং দ্বিতীয় স্থানে শেষ করেছেন ৷ পুরুষদের এই ইভেন্টের ফাইনালে সোনা জিতেছে চিন ৷ ভারতীয় সেনার দুই জওয়ান 6 মিনিট 28 সেকেন্ড 18 মাইক্রো সেকেন্ডে লাইট ওয়েট স্কালস রোয়িং প্রতিযোগিতা শেষ করেন ৷
রোয়িংয়ে পুরুষদের ডাবলস ইভেন্টের ফাইনালে লেখ রাম এবং বাবু লাল রোয়িংয়ে ভারতকে দ্বিতীয় পদক এনে দেন ৷ ফাইনালে তাঁরা 6 মিনিট 50 সেকেন্ড 41 মাইক্রো সেকেন্ডে 1500 মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক জেতেন ৷ পুরুষদের ডাবলস ইভেন্টে প্রথম হয়েছে হংকং এবং দ্বিতীয় স্থানে শেষ করেছে উজবেকিস্তান ৷ হংকং এর দুই প্রতিযোগী 5 মিনিট 5 সেকেন্ড ও 11 মাইক্রো সেকেন্ড দূরত্ব অতিক্রম করেন ৷
আরও পড়ুন:মহিলাদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো জয় মেহুলিদের
রোয়িংয়ে পুরুষদের কক্সড এইট টিম ইভেন্টে ভারত রুপোর পদক জিতেছে ৷ ভারতীয় দলের প্রত্যেকটি সদস্যের শারীরিক বল ও দলগত প্রয়াসে রোয়াররা 5 মিনিট 43 সেকেন্ড ও 1 মাইক্রো সেকেন্ডে ওয়াটারলাইন ক্রস করে দ্বিতীয় স্থান শেষ করে ৷ রোয়িংয়ে দ্বিতীয় রুপো-সহ মোট 3টি পদক জিতল ভারত ৷ প্রতিযোগিতার মাঝামাঝি সময়ে ভারত তৃতীয় স্থানে ছিল ৷ কিন্তু, শেষ অর্ধে এসে ভারতীয় রোয়াররা অসাধারণ পারফরম্যান্স করে দ্বিতীয় স্থানে শেষ করেন ৷ চিন পুরুষদের কক্সড এইট টিম ইভেন্টে সোনা জিতেছে ৷ তাদের থেকে মাত্র 2.84 সেকেন্ড বেশি সময়ে ওয়াটারলাইন ক্রস করে ভারতীয় দল ৷