নয়াদিল্লি, 2 জুলাই : শেষ মুহূর্তে দ্যুতি চাঁদের সামনে খুলে গেল অলিম্পিকসের দরজা ৷ 100 ও 200 মিটার ব্যক্তিগত ইভেন্টে যোগ্যতা অর্জন করেছেন দেশের এই তারকা স্প্রিন্টার ৷ বিশ্ব র্যাঙ্কিংয়ের মাধ্যমে টোকিয়োর টিকিট পাকা করেছেন দ্যুতি ৷ এই নিয়ে ব্যক্তিগত ইভেন্টে মোট 15 জন ভারতীয় অ্যাথলিট টোকিয়ো অলিম্পিকসে অংশ নেবেন ৷ এছাড়া রয়েছে দুটি রিলে টিম ৷ দ্যুতির মতোই বিশ্ব র্যাঙ্কিংয়ের মাধ্যমে অলিম্পিকসে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানি এবং 400 মিটার হার্ডলার এমপি জাবির ৷ এই খবর নিশ্চিত করেছে বিশ্ব অ্যাথলেটিক্স ৷
টোকিয়ো অলিম্পিকসের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছেন দেশের 12 জন অ্যাথলিট ৷ তার মধ্যে রয়েছেন তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ দ্যুতি, রানিরা ছাড়াও পুরুষদের 4x400 মিটার রিলে টিমও বিশ্ব র্যাঙ্কিংয়ের মাধ্যমে টোকিয়োর টিকিট পাকা করেছে ৷
23 জুলাই থেকে শুরু হতে চলা টোকিয়ো অলিম্পিকসে 100 মিটার ও 200 মিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট 56 জন অ্যাথলিট ৷ 100 মিটারে ওড়িশার তারকা স্প্রিন্টার দ্যুতি বিশ্ব র্যাঙ্কিংয়ের 41 নম্বরে স্থানে রয়েছে ৷ 200 মিটারে তাঁর র্যাঙ্কিং 50 ৷ সেই সুবাদে অলিম্পিকসের দরজা খুলে যায় তাঁর সামনে ৷ 2019 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারতীয় পুরুষদের 4x400 মিটার রিলে টিম ৷ সেই দলও টোকিয়ো যাচ্ছে ৷