পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা 14 বছরের প্রজ্ঞানন্দর - r-praggnanandhaa crowned under 18 chess champion

প্রতিযোগিতায় 11-এর মধ্যে 9 পয়েন্ট অর্জন করে আর প্রজ্ঞানন্দ ৷ বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় বিজয়ী হল সে ৷

photo

By

Published : Oct 13, 2019, 12:15 PM IST

Updated : Oct 13, 2019, 12:39 PM IST

মুম্বই , 13 অক্টোবর : বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা জিতল ভারতের আর প্রজ্ঞানন্দ ৷ 14 বছর বয়সি এই কিশোর অনূর্ধ্ব 18 ওপেন ক্যাটেগরিতে অংশগ্রহণ করেছিল ৷ গতকাল মুম্বইতে সে পুরস্কার গ্রহণ করে ৷

প্রজ্ঞানন্দর স্কোর প্রশংসনীয় ৷ প্রতিযোগিতায় সে 11-এর মধ্যে 9 পয়েন্ট অর্জন করে ৷ 2700-এর বেশি পারফরমেন্স রেটিং নিয়ে প্রতিযোগিতা শেষ করে ৷

বিশ্ব যুব দাবা প্রতিযোগিতার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে গতকাল টুইট করা হয় , 'একজন বিজয়ী এরকম ভাবেই হেঁটে যান ৷ বিশ্ব যুব দাবা প্রতিযোগিতার বিজয়ী প্রজ্ঞানন্দ তার প্রথম সোনা গ্রহণ করবে ৷ অনূর্ধ্ব 18 ক্যাটেগরিতে সে অংশগ্রহণ করেছিল ৷ '

'Chess.com- India' টুইট করে, 'প্রজ্ঞানন্দকে আন্তরিক অভিনন্দন ৷ সে বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা জিতেছে ৷ প্রজ্ঞানন্দ , তুমি দেশের গর্ব ৷ '

'Chess.com- India' -র টুইট

তার সোনা জেতার পাশাপাশি ভারত আরও 6টি পদক জিতেছে ৷ তার মধ্যে তিনটি রুপো ৷

Last Updated : Oct 13, 2019, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details