কলকাতা, 17 জানুয়ারি: হকি বেঙ্গল এই বছর একটু ভিন্নভাবে, সহজ কথায় বেশ সাজিয়ে-গুছিয়ে ঐতিহ্যবাহী হকি প্রতিযোগিতা বেটন কাপের আয়োজন করতে চলেছে। যা বিশ্বের প্রাচীনতম হকি প্রতিযোগিতাও বটে ৷ 19জানুয়ারি থেকে সল্টলেকে সাই ক্যাম্পাসের অ্যাস্ট্রোটার্ফে শুরু হতে চলেছে এবারের বেটন কাপ। চলবে 28 জানুয়ারি পর্যন্ত ৷ 20টি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে ।
এই বছর বেটন কাপে অংশগ্রহণ করছে 14টি রাজ্য। যাদের মধ্যে ইণ্ডিয়ান নেভি, ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশন, ওএনজিসি, আর্মি একাদশ(রেড), ইণ্ডিয়ান এয়ারফোর্স, উত্তরপ্রদেশ একাদশ উল্লেখযোগ্য। বুধবার ময়দানে হকি বেঙ্গলের নবগঠিত তাঁবুতে ট্রফি উন্মোচন হয় ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই অলিম্পিয়ান ভেস পেজ এবং গুরুবক্স সিং ।
কলকাতা ময়দানে এই অ্যাস্ট্রোটার্ফের হকি মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা সহজ ছিল না ৷ প্রথম দফায় মেলেনি সেনাবাহিনীর অনুমতি ৷ তাই উদ্যোগ নিলেও তা বাস্তাবায়িত হয়নি ৷ সমস্যা মেটাতে হকি বেঙ্গল বেছে নিয়েছিল সল্টলেক স্টেডিয়াম চত্বর ৷ সেখানেই অ্যাস্ট্রোটার্ফে তৈরির কাজ শুরু হচ্ছে ৷ পাশাপাশি সাজঘর ও দর্শকদের জন্য গ্যালারির ব্যবস্থাও থাকবে সেখানে ৷