কলকাতা, 7 এপ্রিল: দশটি ফুটসল অ্যাকাডেমি (IFA Futsal Academy) শুরু হতে চলেছে কলকাতায় । আইএফএ-র উদ্যোগে আগামী 15 মে ফুটসলের এই দশটি অ্যাকাডেমি শুরু হয়ে যাবে । ফুটসল অ্যাকাডেমির জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনের 17 নম্বর র্যাম্প, হাওড়া, নিউ আলিপুর, রাজারহাটের চিনার পার্ক, গড়িয়া, মিন্টো পার্ক, সল্টলেকের বৈশাখী, তপসিয়া, দমদম, নিউটাউনের অ্যাকশন এরিয়া-3 কে বেছে নেওয়া হয়েছে ।
এআইএফএফ-এর (IFA news) সহ-সভাপতি ও আইএফএ-এর চেয়ারম্যান সুব্রত দত্ত ফুটসল অ্যাকাডেমির ঘোষণা করতে গিয়ে বলেন, "অতীতেও বাংলা তথা ভারতে ফুটসল শুরু হয়েছিল । কিন্তু জনপ্রিয় হয়নি । পরে এআইএফএফ গত বছর দিল্লিতে বিভিন্ন রাজ্যের দল নিয়ে ফুটসল করেছে । মহমেডান স্পোর্টিং রানার্স হয়েছিল । আইএফএ গত বছর পাহাড়ে ফুটসল করেছে । এই ফুটসল এআইএফএএফ-এর প্রজেক্ট । এবার কলকাতা শহরের দশটি জায়গায় আইএফএ ফুটসল অ্যাকাডেমি শুরু করছে । নিঃসন্দেহে খুব ভাল উদ্যোগ ।"
আইএফএ-এর ইতিহাসে এই প্রথম ফুটসল নয় (10 IFA Futsal academy to start from 15 May)। 2006 সালে সুব্রত দত্ত যখন আইএফএ-এর সচিব ছিলেন, তখন তিনি অফিস দলগুলিকে নিয়ে কলকাতায় প্রথম ফুটসল টুর্নামেন্ট শুরু করেছিলেন । সেটাই ছিল বাংলায় প্রথম ফুটসল টুর্নামেন্ট । আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, "ফুটসল প্রজেক্টটা কিন্তু এআইএফএফ-এর । গত দুই বছরে আমরা দল পাঠাতে পারিনি । অন্য রাজ্য ফুটসলে অনেকটাই এগিয়ে গিয়েছে । অন্য রাজ্য যদি পারে আমরা পারব না কেন ?"