টোকিয়ো, 4 অগস্ট : শেষ সৌনার দৌড় ৷ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হারল ভারতের মেয়েরা ৷ যদিও খেলার শুরুতেই (2 মিনিট) ভারতকে এগিয়ে দেন গুরজিৎ কাউর ৷ পরে সমতা ফেরায় আর্জেন্টিনা ৷ আর্জেন্টিনার অধিনায়ক মারিয়া নোয়েল একাই পেনাল্টি কর্নার থেকে দুটি গোল (18 মিনিট ও 36 মিনিটে) করেন ৷ লড়াই করেও সেই ব্যবধান কমাতে পারল না ভারত ৷
বুধবার খেলার বয়স যখন মাত্র 2 মিনিট সেই সময় পেনাস্টি কর্নার পায় ভারত ৷ সুযোগ হাতছাড়া করেনি ভারতের মেয়েরা ৷ গোল করেন গুরজিৎ কাউর ৷ যার গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত ৷ কিন্তু খেলার দ্বিতীয় পর্বে স্কোর 1-1 করে দেয় আর্জেন্টিনা ৷ গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক মারিয়া নোয়েল বারিয়োনুয়েভো । এই পর্বে ভারতের বক্সে একের পরে আক্রমণ তোলে আর্জেন্টিনার মেয়েরা ৷ 36 মিনিটে মারিয়াই ফের গোল করে নিজের দেশকে এগিয়ে দেন ৷ হারতে হলেও শেষ 15 মিনিট দুর্দান্ত খেলে ভারত ৷ রানি রামপালদের আক্রমণ বারবার রুখে দেয় আর্জেন্টিনার গোলকিপার ৷