পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : চার দশকের অপেক্ষার অবসান, জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয় ভারতের - হকি

নাইবা হল সোনা-রুপো ৷ টোকিয়ো থেকে পদক নিয়েই ফিরছে ভারতীয় হকি দল ৷

Tokyo Olympics
Tokyo Olympics

By

Published : Aug 5, 2021, 8:48 AM IST

Updated : Aug 5, 2021, 9:54 AM IST

টোকিয়ো, 5 অগস্ট : অবশেষে কাটল 41 বছরের পদকের খরা ৷ মনপ্রীত সিং বাহিনীর হাত ধরে চার দশক পর হকিতে ভারতের ঝুলিতে এল পদক ৷ রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানিকে 5-4 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল ৷ সোনা, রুপোর দৌড় থেকে ছিটকে গেলেও মনপ্রীতদের খালি হাতে ফিরতে হচ্ছে না ৷ ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়ে টোকিয়ো থেকে ফিরবে মনপ্রীত সিং অ্যান্ড কম্পানি ৷ এই জয়ে বৃহস্পতিবার অলিম্পিকসে ভারতের শুরুটা হল দারুণ ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1-7 গোলে হার থেকে অলিম্পিকসে ব্রোঞ্জ জয় ৷ টোকিয়োয় রোলার কোস্টারের মতো ছিল মনপ্রীত সিংদের জার্নি ৷ টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7 গোল হজম করতে হয়েছিল ৷ সমালোচনায় বিদ্ধ হয়েছিল ভারতীয় পুরুষ হকি দল ৷ কিন্তু ব্যর্থতার রেশ ঝেড়ে ফেলে পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিলেন মনপ্রীত, হার্দিকরা ৷ তরতর করে উঠে গিয়েছিলেন সেমিফাইনালে ৷ ফাইনালে ওঠার আশা ব্যর্থ হলেও টোকিয়ো থেকে ব্রোঞ্জ পদক নিয়ে ফিরছে ভারত ৷

আজ জার্মানির বিরুদ্ধে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচটিও ছিল রোলার কোস্টারের মতো ৷ শুরুতেই পিছিয়ে পড়েছিল ভারত ৷ ম্যাচ শুরুর 2 মিনিটের মধ্যে ভারতের জালে বল জড়ায় জার্মানি ৷ গোল করেন অধিনায়ক তোবিয়াস হউকে ৷ দ্বিতীয় কোয়ার্টারে দলকে সমতায় ফেরান সিমরনজিৎ সিং ৷ দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ফের এগিয়ে যায় জার্মানি ৷ তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ৷ মিনিট দুয়েকের মধ্যে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হার্দিক সিং ৷ দ্বিতীয় কোয়ার্টারের শেষে আরও একটি পেনাল্টি কর্নার পায় ভারত ৷ গোল করে দলকে সমতায় ফেরানোর সুযোগ মিস করেননি হরমনপ্রীত সিং ৷ দ্বিতীয় কোয়ার্টারে চার চারটি গোল হয় ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : তেরোর গেরো কাটিয়ে অলিম্পিকসে ছড়াবে রবির সোনালি কিরণ ?

তৃতীয় কোয়ার্টারের প্রথমেই গোল করে ভারতকে এগিয়ে দেন রুপিন্দর সিং ৷ জার্মানি শিবিরের বুকে কাঁপন ধরিয়ে মিনিট তিনেকের পর আরও একটি গোল করে ব্যবধান 5-3 করেন সিমরনজিৎ সিং ৷ ম্যাচের 48 মিনিটে লুকাস উইনফেডারের গোলে ব্যবধান কমায় জার্মানি ৷ 5-4 অবস্থায় ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার পায় জার্মানি ৷ গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম করা গোলরক্ষক শ্রীজেশের বড় পরীক্ষা ছিল ওই কয়েক সেকেন্ডে ৷ স্নায়ুর চাপ বজায় রেখে জার্মানিকে আটকে দিতে সক্ষম হন তিনি ৷ বারবার পিছিয়ে পড়েও হার না মানা মানসিকতা নিয়ে জার্মানিকে হারাতে সক্ষম হয় ভারত ৷ ম্যাচের শেষ বাঁশি বাজতেই শুভেচ্ছার ঢল নেমেছে সোশাল মিডিয়ায় ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শাহরুখ খানরা ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

Last Updated : Aug 5, 2021, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details