টোকিয়ো, 25 জুলাই : হারের লজ্জায় মেয়েদেরকেও ছাপিয়ে গেল ছেলেরা ৷ পুরুষদের হকিতে 1-7 গোলে বড় হার ভারতের ৷ পুল এ-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেমেছিল মনপ্রীত সিংয়ের ভারত ৷ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক মনপ্রীত ও তাঁর দল দেশের মান রাখতে পারল কই ৷ অলিম্পিকসে হকিতে একসময় আটবারের পদকজয়ী ভারতকে গুনে গুনে গোল দিল অজিরা ৷ ভারতকে নিয়ে ছেলেখেলা করল ৷
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল ভারতীয় পুরুষ হকি দল ৷ কিউয়িদের 3-2 গোলে হারায় তারা ৷ বিশ্বের এক নম্বর হকি টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ কঠিন হবে তা জানা ছিল ৷ কিন্তু এমন হার মোটেও প্রত্যাশিত ছিল না ৷ গতকাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে 5-1 ব্যবধানে হারে মেয়েদের হকি টিম ৷ সেই হারকেও ছাপিয়ে গেল ছেলেরা ৷ অজিদের কাছে 7-1 গোলে পর্যদুস্ত হতে হল তাঁদের ৷
গোটা ম্যাচ জুড়ে ভারতীয় দলের রক্ষণ নিয়ে চলল ছেলেখেলা ৷ ম্যাচের 10 মিনিটের মাথায় গোল করেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল জেমস ৷ সেই শুরু ৷ দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল হজম করে ভারত ৷ চার গোলের ধাক্কা খেয়ে ম্যাচের 34 মিনিটে খাতা খোলে ভারত ৷ এক গোল শোধ করেন দিলপ্রীত সিং ৷ 40 মিনিটে ব্যবধান কমানোর সুযোগ ছিল ৷ কিন্তু পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হন মনপ্রীত ৷ যদিও সুযোগ হাতছাড়া করেনি অজিরা ৷ মিনিট চারেকের মধ্যে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান 5-1 করে ফেলে অস্ট্রেলিয়া ৷
আরও পড়ুন : কুস্তিতে এল সোনা, তেরঙ্গা ওড়ালেন প্রিয়া মালিক ; গর্বিত মমতা
তিন মিনিটের মধ্যে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে ক্যাঙারুরা ৷ ভারতের জয়ের আশ তখন প্রায় শেষ ৷ শেষ পর্যন্ত কত গোলের ব্যবধানে হারের মুখ দেখবে ভারত সেটার অপেক্ষা ছিল ৷ বিধ্বস্ত মনপ্রীতদের আরও হতাশ করে অস্ট্রেলিয়ার হয়ে শেষ গোলটি করেন টিম ব্র্যান্ড ৷