বেঙ্গালুরু, 9 মে : হকিতে চার দশকে পদকের খরা কাটানোর সুবর্ণ সুযোগ আছে আসন্ন অলিম্পিক্সে ৷ এমনটাই মনে করেন ভারতের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ৷ টোকিও অলিম্পিক্সে তিনি তাঁর দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী ৷
অতীতে হকিতে ভারত 8টি সোনা জিতেছে ৷ কিন্তু শেষ বার ভারত সোনা জেতে 1980 সালের মস্কো অলিম্পিক্সে ৷ টোকিও অলিম্পিক শুরু হতে চলেছে 23 জুন থেকে ৷ তার ঠিক 75 দিন আগে কাউন্ট ডাউন অনুষ্ঠানে মনপ্রীত বলেন, ‘‘ আমরা বিশ্বাস করি, এটা আমাদের অলিম্পিক্সে সোনা জেতার সেরা সুযোগ ৷ এবং এই বিশ্বাসটাই দলের সবাইকে উদ্বুদ্ধ ও আশাবাদী করছে ৷’’
তিনি আরও বলেন,‘‘ আমাদের ট্রেনিং এমনভাবে সূচি করা হয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমাদের সেরাটা দিতে পারি ৷ এছাড়া আমরা টোকিওর আবহওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সূর্যের আলোতে বেশি সময় কাটাচ্ছি ৷’’