পশ্চিমবঙ্গ

west bengal

এবার কোরোনা আক্রান্ত ভারতীয় হকি দলের সদস্য মনদীপ সিং

এর আগে অধিনায়ক মনপ্রীত সিং, সুরিন্দর কুমার, জসকরন সিং, বরুণ কুমার, কৃষ্ণন পাঠক কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷

By

Published : Aug 10, 2020, 5:04 PM IST

Published : Aug 10, 2020, 5:04 PM IST

Mandeep Singh
Mandeep Singh

বেঙ্গালুরু, 10 অগাস্ট: বেঙ্গালুরুতে 4 অগাস্ট থেকে শুরু হয়েছে জাতীয় ক্যাম্প ৷ তারই মাঝে দেশের একের পর এক হকি খেলোয়াড় কোরোনায় আক্রান্ত হচ্ছেন ৷ অধিনায়ক মনপ্রীত সিং, সুরিন্দর কুমার, জসকরন সিং, বরুণ কুমার ও কৃষ্ণন পাঠকের কোরোনা রিপোর্ট আগেই পজ়িটিভ এসেছিল ৷ এবার দলের স্ট্রাইকার মনদীপ সিং-ও কোরোনায় আক্রান্ত হলেন ৷ যদিও তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গ নেই ৷

এই বিষয়ে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, "বেঙ্গালুরুতে SAI-এর ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্সের শিবিরে 20 জন খেলোয়াড়ের সঙ্গে মনদীপ সিংয়ের কোরোনা পরীক্ষা করা হয়েছিল ৷ তাতে ভারতীয় পুরুষ হকি দলের সদস্য মনদীপ সিংয়ের কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তাঁর শরীরে কোরোনার উপসর্গ নেই ৷ বাকি পাঁচ আক্রান্ত খেলোয়াড়ের সঙ্গে তাঁরও চিকিৎসা চলছে ৷"

ভারতীয় দলের কোচ গ্রাহাম রেইড বলেন, "কোরোনায় আক্রান্ত পাঁচ খেলোয়াড়ের নিয়মিত খোঁজখবর রাখছি ৷ ওরা সবাই ভালো আছে ৷ চিকিৎসা সহ অন্যান্য সবরকম সুবিধা দিচ্ছে SAI ৷" মনপ্রীত সিং বলেছেন, "SAI ক্যাম্পাসে নিজেকে কোয়ারানটিনে রেখেছি ৷ এখন ভালো আছি ৷ আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ৷"

ABOUT THE AUTHOR

...view details