পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতের হকি দলের অধিনায়কসহ 4 খেলোয়াড় কোরোনায় আক্রান্ত

মনপ্রীতের পাশাপাশি ডিফেন্ডার সুরেন্দ্রর কুমার, জসকরণ সিং এবং ড্রাগ-ফ্লিকার বরুণ কুমারেরও কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

মনপ্রীত সিং
মনপ্রীত সিং

By

Published : Aug 8, 2020, 4:31 AM IST

দিল্লি, 7 অগাস্ট : ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ও আরও তিন খেলোয়াড় কোরোনায় আক্রান্ত ৷ শুক্রবার তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ বেঙ্গালুরুতে জাতীয় দলের ক্যাম্পের আগেই এই খবর সামনে আসে ৷ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আজ খবর নিশ্চিত করেছে ৷

মনপ্রীতের পাশাপাশি, ডিফেন্ডার সুরেন্দ্রর কুমার, জসকরণ সিং এবং ড্রাগ-ফ্লিকার বরুণ কুমারেরও কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ SAI মনপ্রীতের একটি বিবৃতি উদ্ধৃত করে বলেছে, ‘‘SAI ক্যাম্পাসে আমি স্বেচ্ছায় কোয়ারানটিনে আছি ৷ যেভাবে SAI সব পরিস্থিতি সামাল দিচ্ছে তাতে আমি খুব খুশি ৷ বর্তমানে আমি ভালো আছি ৷ আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব ৷’’

এক মাসের বিরতির পর SAI এর দক্ষিণ সেন্টার বেঙ্গালুরুতে ফিরেছিলেন খেলোয়াড়রা ৷ এখানেই কোরোনা পরীক্ষার পর তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ প্যানডেমিক ছড়িয়ে পড়ায় লকডাউন ঘোষণা হয় দেশজুড়ে ৷ তখন দুই মাস SAI-এর সেন্টারেই আটকে পড়েন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details