সান্তিয়াগো, 25 জানুয়ারি : বিপক্ষের সিনিয়র দলকে হারিয়ে দিল ভারতের জুনিয়র মহিলা হকি দল ৷ প্রিন্স অব ওয়েলস কান্ট্রি ক্লাবের ষষ্ঠ তথা শেষ ম্যাচে 2-1 গোলে জিতেছে দেশের ছোটোরা ৷ দেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড বিউটি ডাংডাং ৷ প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন ফ্রান্সিসকা তালা ৷
শুরু থেকেই বিপক্ষের উপর ক্রমাগত চাপ তৈরি করে দেশের মেয়েরা ৷ ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন বিউটি ডাংডাং ৷ শুরুতেই এগিয়ে যাওয়া ভারতীয় দল চাপ বাড়াতে থাকে ৷ যদিও প্রথম কোয়ার্টারে আর কোনও গোল হয়নি ৷ বিপক্ষের চাপ বাড়িয়ে 26 মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন বিউটি ৷ দ্বিতীয় কোয়ার্টারে একাধিক সুযোগ তৈরি করেছিল ভারত ৷ সাফল্য আসে 26 মিনিটে ৷ পেনাল্টি কর্নার থেকে গোল করেন বিউটি ৷