পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টোকিও অলিম্পিকে পদক জেতার ভালো সুযোগ আছে ভারতের : সর্দার সিং - টোকিও অলিম্পিক

চলতি বছরেই জাপানের টোকিওতে অলিম্পিকের আসর বসার কথা ছিল ৷ কিন্তু, কোরোনার কবলে পড়ে 2021 সাল পর্যন্ত তা স্থগিত করে দেওয়া হয়েছে ৷ ভারতের প্রাক্তন হকি অধিনায়ক মনে করেন, অলিম্পিক এক বছর পিছিয়ে যাওয়ায় প্রস্তুতিতে সুযোগ পাবে দলগুলি ৷

image
ভারতীয় হকি দল

By

Published : Jul 20, 2020, 7:56 PM IST

দিল্লি, 20 জুলাই : মনপ্রীত সিংয়ের ভারতীয় হকি দল টোকিও অলিম্পিকে পদক জিততে পারে ৷ এমনটাই মনে করছেন ভারতীয় পুরুষ হকি দলের প্রাক্তন অধিনায়ক সর্দার সিং ৷ শেষ বার 1980 সালে মস্কো অলিম্পিকে সেনা জিতেছিল ভারত ৷ তারপর থেকে 8টি অলিম্পিকে অংশ নিলেও পোডিয়াম ফিনিশ করতে পারেনি ভারতীয় হকি দল ৷

হকি ইন্ডিয়ায় সর্দার সিং বলেন, ‘‘ 314টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পরও আমার ঘরের দেওয়ালে কোনও অলিম্পিক পদক নেই ৷ এরজন্য আমার যথেষ্ট অনুশোচনা হয় ৷ কিন্তু বছরের পর বছর এই দলটি ভালো খেলছে ৷ এমনকী বছরের প্রথম দিকে FIH হকি লিগেও ভালো খেলেছে ৷ আমার আশাবাদী এই দলটি অলিম্পিকে পদক আনবে ৷ সত্যি সত্যিই টোকিও অলিম্পিকে ভারতের দারুন সুযোগ আছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘ ভারতের হয়ে অলিম্পিক গেমসে খেলা নিজে নিজেই একটা অনুপ্রেরণা ৷ টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখে প্রত্যেক খেলোয়াড়ই চাইবেন নিজেদের সেরাটা দিতে ৷’’

চলতি বছরেই জাপানের টোকিওতে অলিম্পিকের আসর বসার কথা ছিল৷ কিন্তু কোরোনা প্যান্ডেমিকের কবলে পড়ে 2021 সাল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে ৷ ভারতের প্রাক্তন হকি অধিনায়ক মনে করেন অলিম্পিক এক বছর পিছিয়ে যাওয়ায় প্রস্তুতিতে সুযোগ পাবে দলগুলি ৷

আরও পড়ুন :- তাঁর ভুলেই হারতে হয় ভারতকে, 12 বছর পর স্বীকার বাকনারের

সর্দার সিং বলেন, ‘‘ পরবর্তী এক বছর এই দলটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ তাদের কাছে নতুন শক্তিশালী দল বানানোর সময় আছে ৷রাজকুমার , দিলপ্রীত, বিবেক সাগরের মতো তরুণরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে ৷ এবং প্রধান কোচ গ্রাহাম রিডের প্রো লিগে খেলার সিদ্ধান্ত তরুণদের বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা দেবে ৷’’

নিজেদের প্রথম হকি প্রো লিগে দারুণ শুরু করেছিল ভারত ৷ নেদারল্যান্ডের বিরুদ্ধে 5-2 ও 3-3 (3-1) গোলে জেতে ভারত ৷ বিশ্বচ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম ম্যাচে 2-1 গোলে জয় পেলেও 3-4 গোলে হারে ভারত ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও 2-2 (3-1) গোলে জয় তুলে নেয় ভারতীয় হকি দল ৷ তারপরই কোরোনা প্যান্ডেমিকের জন্য স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট ৷

2020-21 মরশুমের ফের ক্যাম্পেন 2021 সালের এপ্রিলের 10 ও 11 তারিখের আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করবে ভারত ৷ এরপর 8 - 9 ঘরের মাঠে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে খেলবে ভারত ৷ তারপরই স্পেনের বিরুদ্ধে খেলতে যাবে তারা ৷ অলিম্পিকের আগে 29 ও 30 মে ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details