ঢাকা, 17 ডিসেম্বর : চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল (India beats Pakistan to qualify for the semifinal of Asian Champions Trophy Hockey) ৷ বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার রাউন্ড রবিন পর্বের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে 3-1 গোলে দুরমুশ করল 'মেন ইন ব্লু' ৷ জোড়া গোলে ম্য়াচের নায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh scores twice for India) ৷
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে আয়োজক বাংলাদেশকে 9-0 গোলে পর্যুদস্ত করে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল টোকিয়ো অলিম্পিকসের ব্রোঞ্জ জয়ীরা ৷ সেই আত্মবিশ্বাসকে হাতিয়ার করেই সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে এদিন চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিল মনপ্রীত অ্যান্ড কোম্পানি ৷ প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বস্ত ড্র্যাগ-ফ্লিকার হরমনপ্রীত সিং ৷