পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রাষ্ট্রীয় মর্যাদায় হকি কিংবদন্তি বলবীর সিংয়ের শেষকৃত্য সম্পন্ন

আজ ভারতীয় হকির স্বর্ণযুগের এই তারকাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি জানিয়েছেন পঞ্জাবের ক্রীড়া মন্ত্রী রানা গুরমিত সিং ।

Balbir Singh
Balbir Singh

By

Published : May 25, 2020, 9:37 PM IST

চণ্ডীগড়, 25 মে: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল দেশের হকি কিংবদন্তি বলবীর সিং সিনিয়রের । সোমবার সকালে 96 বছর বয়সে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের অলিম্পিকে সোনাজয়ী বলবীর সিনিয়র । চণ্ডীগড়ের সেক্টর 25-এর শ্মশানে তাঁকে দাহ করা হয়েছে ।

আজ ভারতীয় হকির স্বর্ণযুগের এই তারকাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি জানিয়েছেন পঞ্জাবের ক্রীড়া মন্ত্রী রানা গুরমিত সিং । তিনি বলেছেন, "আজ আমরা দেশের অন্যতম সেরা আইকনিক খেলোয়াড়কে হারিয়েছি । শুধু তাই নয়, আমরা এক পথপ্রদর্শককেও হারিয়েছি । তিনি খেলাধুলোর বড় ভক্ত ছিলেন । প্রয়োজনের সময় সবসময়ই তাঁর পরামর্শ পেয়েছি । ভারতীয় হকি একজন উজ্জ্বল তারকাকে হারাল । ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত সকলেই এই খবরে মর্মাহত ।" গত 15 দিন ধরে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন বলবীর সিং সিনিয়র । জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভরতি হলেও তাঁর কোরোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ।

অতীতের বলবীর সিং

1948, 1952 এবং 1956 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে পদকজয়ী বলবীর সিনিয়র দেশের অন্যতম সফল ক্রীড়াবিদ । 1971 বিশ্বকাপে তাঁর কোচিংয়েই ব্রোঞ্জ জিতেছিল ভারত । এরপর 1975 সালের বিশ্বকাপে ভারতীয় দল যখন সোনা জেতে তখন টিমের ম্যানেজার ছিলেন বলবীর সিং । হেলসিঙ্কি অলিম্পিকে করা তাঁর রেকর্ড এখনও অক্ষুণ্ণ । সেবছর ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে 5 গোল করেন । এখনও পর্যন্ত পুরুষদের হকিতে অলিম্পিক ফাইনালে কেউ তাঁর গোলের রেকর্ডকে ছাপিয়ে যেতে পারেননি । 6-1 ব্যবধানে ভারত ওই ম্যাচ জিতেছিল । যার 5টি এসেছিল বলবীর সিংয়ের স্টিক থেকে ।

ABOUT THE AUTHOR

...view details