নয়াদিল্লি, 27 জুন : সম্মানীয় খেল রত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার ও দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিল হকি ইন্ডিয়া ৷ শনিবার হকি ইন্ডিয়ার তরফে পুরুষ দলের গোলরক্ষক পিআর স্রিজেশ ও মহিলা দলের প্রাক্তন সদস্য দীপিকাকে রাজীব গান্ধি খেল রত্ন পুরস্কারের জন্য মনোনীত করা হয় ৷ একইসঙ্গে অর্জুন পুরস্কারের জন্য হরমনপ্রীত সিং, বন্দনা কাতারিয়া ও নভজোৎ কউরকে মনোনীত করা হয়েছে ৷
ধ্যানচাঁদ পুরস্কারের জন্য হকি ইন্ডিয়া প্রস্তাব করেছে ভারতের প্রাক্তন স্টলওয়ার্ট আরপি সিং ও এম সিএইচ সাংগাই আইবেমহলের নাম ৷ এছাড়া কোচ বিজে কারিয়াপ্পা ও সিআর কুমারের নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত করেছে হকি ইন্ডিয়া ৷
রাজীব গান্ধি খেল রত্ন পুরস্কারের জন্য 2017 সালের 1 জানুয়ারি থেকে 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এই সময়কালে হকি চ্যাম্পিয়ন ট্রফি, ব্রেদা 2018-য় ভারতের রুপো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্রিজেশ ৷ এছাড়া 2018 সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ ও 2019 সালে এফআইএইচ পুরুষ সিরিজ়ে সোনা জয়ে স্রিজেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৷