ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Hockey India : হরমনপ্রীতদের সাফল্যে ঈর্ষান্বিত বেলজিয়াম, কড়া জবাব ভারতের - Harmanpreet Singh

বর্ষসেরা পুরস্কার প্রাপ্তির তালিকায় ভারতের সাফল্যে একপ্রকার ঈর্ষান্বিত হয়ে আপত্তি জানায় বেলজিয়াম ৷ আন্তর্জাতিক হকি ফেডারেশনেকে তারা পুরস্কার প্রাপকদের নাম পুনর্বিবেচনার আর্জি জানায় ৷

Hockey India
হরমনপ্রীতদের সাফল্যে ঈর্ষান্বিত বেলজিয়াম, কড়া জবাব ভারতের
author img

By

Published : Oct 13, 2021, 10:52 PM IST

নয়াদিল্লি, 13 অক্টোবর : আন্তর্জাতিক হকি ফেডারেশনের বর্ষসেরা অনুষ্ঠানে ভারতীয় প্লেয়ারদের জয়জয়কার ৷ সেই সাফল্য নিয়ে প্রশ্ন তুলে কড়া সমালোচনার মুখে বেলজিয়াম হকি ফেডারেশন ৷ সম্প্রতি আন্তর্জাতিক হকি ফেডারেশন যে বর্ষসেরা পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছে সেখানে পুরুষ এবং মহিলা বিভাগে সমস্ত পুরস্কারই ঝুলিতে ভরেছে ভারত ৷ আর তাতেই আপত্তি জানিয়ে পুরস্কারের ভোটিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বেলজিয়াম ৷

কিন্তু ঘটনায় চুপ থাকেনি হকি ইন্ডিয়া ৷ ঘটনার কড়া জবাব দিয়ে আন্তর্জাতিক হকি ফেডারেশনকে খোলা চিঠি দিয়েছে তারা ৷ যেখানে লেখা হয়েছে, "ভারতীয়দের সাফল্যে প্রকাশ্য়ে অসন্তোষ প্রকাশ ভীষণই অমর্যাদার ৷ হকির স্পোর্টসম্যানশিপে এই ঘটনার কোনও জায়গা নেই ৷" একইসঙ্গে এই ঘটনাকে 'জাতিগত বৈষম্য' আখ্যা দেওয়া হয়েছে হকি ইন্ডিয়ার তরফে ৷

উল্লেখ্য, বর্ষসেরা পুরস্কার প্রাপ্তির তালিকায় ভারতের সাফল্যে একপ্রকার ঈর্ষান্বিত হয়ে আপত্তি জানায় বেলজিয়াম ৷ আন্তর্জাতিক হকি ফেডারেশনেকে তারা পুরস্কার প্রাপকদের নাম পুনর্বিবেচনার আর্জি জানায় ৷ হকি ইন্ডিয়ার সভাপতি জ্ঞানেন্দ্র নিংগোম্বাম প্রতিবাদের সুরে জানান, ভারতীয়রা সম্পূর্ণ বৈধভাবেই এই সাফল্য ঘরে নিয়ে এসেছে ৷ সুতরাং, বেলজিয়ামের অভিযোগ ভারতের প্লেয়ার এবং কোচেদের জন্য চূড়ান্ত অপমানজনক ৷

আরও পড়ুন : অলিম্পিকসে পদক জয়ে তরুণদের অনুপ্রেরণা হয়ে উঠতে চান নীলাকান্ত

একনজরে আন্তর্জাতিক হকি ফেডারেশনের বিচারে বর্ষসেরা পুরস্কার প্রাপকদের তালিকা :

বর্ষসেরা প্লেয়ার : হরমনপ্রীত সিং (ভারত/পুরুষ), গুরজিত কর (ভারত/মহিলা) ৷

বর্ষসেরা গোলরক্ষক : পিআর শ্রীজেশ (ভারত/পুরুষ), সবিতা পুনিয়া (ভারত/মহিলা) ৷

বর্ষসেরা প্রতিশ্রুতিমান তারকা : বিবেক সাগর প্রসাদ (ভারত/পুরুষ), শর্মিলা দেবী (ভারত/মহিলা) ৷

বর্ষসেরা কোচ : গ্রাহাম রেইড (ভারতের কোচ/পুরুষ), সোয়ের্দ মারিনে (ভারতের কোচ/মহিলা) ৷

ABOUT THE AUTHOR

...view details