পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চেনা ছকের বাইরে হেঁটে নতুন ভাবে হকিকে চেনার ছবি - nandi singh

হকির গৌরবময় ইতিহাসে অনেক মণিমুক্তোর মধ্যে কমান্ডার নন্দী সিং অন্যতম । হকি তারকা নন্দী সিংকে নিয়ে ছবি বানাচ্ছেন তাঁর প্রবাসী মেয়ে ।

চেনা ছকের বাইরে হেঁটে নতুন ভাবে হকিকে চেনার ছবি

By

Published : Jun 24, 2019, 11:01 PM IST

কলকাতা, 24 জুন : হকির গৌরবময় ইতিহাসে অনেক মণিমুক্তোর মধ্যে কমান্ডার নন্দী সিং অন্যতম । অনেক সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করাই নয়, দেশকে সম্মান এনে দিয়েছিলেন নন্দী সিং । সেরকম এক সংগ্রামী হকি খেলোয়াড় কমান্ডার নন্দী সিং ।

চুরাশি বছর বয়সে প্রয়াত হন । হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে নতুন প্রতিভার অন্বেষণ ও তাদের গড়ে তোলার কাজ করেছেন ধ্যানচাঁদ সম্মানে সম্মানিত মানুষটি । নতুন প্রতিভার অন্বেষণ চালিয়ে নিয়ে যেতেই কমান্ডার নন্দী সিং হকি অ্যাকাডেমি তৈরি হয়েছে এই কলকাতায় । যা পরিচালনা করেন তাঁর মেয়ে বাণী সিং । এর সঙ্গে নন্দী সিংয়ের খেলোয়াড় জীবন ও 1952 সালে হেলসিংকিতে সেমি ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারানোর গল্প নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি । বাণিজ্যিক আদলে তৈরি সিনেমা নয়,বরং তথ্যচিত্র তৈরি করে "দ্য রিয়াল স্টোরি" তুলে ধরার পরিকল্পনা করেছেন প্রয়াত নন্দী সিং এর মেয়ে।

মৃত্যুর আগে বাবা তাঁর মেয়েকে সেই সময়ের সত্যি ঘটনা জানতে কাদের সঙ্গে কথা বলতে হবে তার নির্দেশ দিয়ে গেছিলেন । সেইমত অ্যামেরিকা থেকে এদেশে এসে জীবিত অলিম্পিয়ানদের সঙ্গে কথা বলছেন বাণী । কলকাতায় এসেছেন কেশব দত্তের সঙ্গে কথা বলে সাক্ষাৎকার নিতে । দেশভাগের যন্ত্রণা নিয়ে লাহোর থেকে ভারতে চলে এসেছিলেন । আশ্রয় পেয়েছিলেন পাঞ্জাব নয় বাংলায় । তাই বাংলার প্রতি একটা বিশেষ অনুভূতি ছিল ।

তথ্যচিত্র হলেও ছবিটির নাম তাং । পাঞ্জাবি শব্দ । বাণী সিং জানিয়েছেন, তাঁর বাবার ওপর তৈরি ছবিটি শুধু হকির উপর নয় । দেশভাগের যন্ত্রণা ভুলে ঘুরে দাঁড়ানোর গল্প । যা হয়ত নতুন প্রজন্মকে সোনালি বিকেলের সত্যি লড়াইয়ের গল্প বলবে । এই বছরের শেষের দিকে মুক্তি পাবে ছবিটি । হকি নিয়ে তৈরি হওয়া ছবির সংখ্যা কম নয় । শাহরুখ খানের চক দে ইন্ডিয়া, অক্ষয়কুমারের গোল্ড তার উদাহরণ । কিন্তু তাং নতুন ভাবে হকিকে চেনার ছবি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details