কলকাতা, 24 জুন : হকির গৌরবময় ইতিহাসে অনেক মণিমুক্তোর মধ্যে কমান্ডার নন্দী সিং অন্যতম । অনেক সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করাই নয়, দেশকে সম্মান এনে দিয়েছিলেন নন্দী সিং । সেরকম এক সংগ্রামী হকি খেলোয়াড় কমান্ডার নন্দী সিং ।
চুরাশি বছর বয়সে প্রয়াত হন । হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে নতুন প্রতিভার অন্বেষণ ও তাদের গড়ে তোলার কাজ করেছেন ধ্যানচাঁদ সম্মানে সম্মানিত মানুষটি । নতুন প্রতিভার অন্বেষণ চালিয়ে নিয়ে যেতেই কমান্ডার নন্দী সিং হকি অ্যাকাডেমি তৈরি হয়েছে এই কলকাতায় । যা পরিচালনা করেন তাঁর মেয়ে বাণী সিং । এর সঙ্গে নন্দী সিংয়ের খেলোয়াড় জীবন ও 1952 সালে হেলসিংকিতে সেমি ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারানোর গল্প নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি । বাণিজ্যিক আদলে তৈরি সিনেমা নয়,বরং তথ্যচিত্র তৈরি করে "দ্য রিয়াল স্টোরি" তুলে ধরার পরিকল্পনা করেছেন প্রয়াত নন্দী সিং এর মেয়ে।