বেঙ্গালুরু, 1 নভেম্বর : টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলকে মেডেল জেতানোই প্রধান লক্ষ্য় ৷ এমনই বললেন ভারতীয় হকি দলের ডিফেন্ডার রীনা খোখার ৷ অবশ্য তাঁর প্রথম লক্ষ্য় হল অলিম্পিকে ভারতীয় মহিলা দলে নিজের জায়গা পাকা করা ৷ এর জন্য় সামনের কয়েকটা মাস খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি ৷
টোকিও অলিম্পিকে মেডেল জেতাই লক্ষ্য় : রীনা খোখার - ভারতীয় মহিলা হকি দল
FIH অলিম্পিক কোয়ালিফায়ারে আমেরিকাকে হারানোর পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের থেকে তাঁরা যে সমর্থন পেয়েছিলেন, তা তিনি সারা জীবন মনে রাখবেন ৷ এটা তাঁর জীবনের খুব ভালো একটি অভিজ্ঞতা বলে জানান রীনা খোখার ৷
তাঁর এই মন্তব্য়ের পিছনেও অবশ্য় কারণ রয়েছে ৷ ভারতীয় হকি দলে তাঁর ছোটো কেরিয়ারে একাধিকবার চোট পেয়েছেন তিনি ৷ যার জন্য় বেশকিছুটা সময় দলের বাইরে থকাতে হয়েছে রীনা খোখারকে ৷ তবে, এই মুহূর্তে তিনি সম্পূর্ণ সুস্থ এবং নিজের খেলা নিয়ে বেশ আত্মবিশ্বাসী ৷ লকডাউনের কারণে যে অতিরিক্ত সময় তিনি পেয়েছেন, তা নিজের খেলাকে আরও উন্নত করতে কাজে লাগিয়েছেন বলে জানান খোখার ৷ এই মুহূর্তে তিনি ভারতী মহিলা হকি দলের হয়ে মোট 45 টি ম্য়াচ খেলেছেন ৷ গতবছর টোকিও অলিম্পিকের কোয়ালিফায়ার ম্য়াচে অ্যামেরিকাকে হারিয়েছিল ভারতীয় মহিলা দল ৷ সেই স্মৃতি তাঁর জন্য় খুবই সুখের বলে জানান ভারতীয় ওই ডিফেন্ডার ৷ তাঁর কথায়, FIH অলিম্পিক কোয়ালিফায়ারে অ্যামেরিকাকে হারানোর পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের থেকে তাঁরা যে সমর্থন পেয়েছিলেন, তা তিনি সারা জীবন মনে রাখবেন ৷ এটা তাঁর জীবনের খুব ভালো একটি অভিজ্ঞতা বলে জানান রীনা খোখার ৷
সব শেষে ভারতীয় মহিলা হকি দল নিয়ে তিনি বলেন, শেষ কয়েক বছরে তাঁরা একটি দল হিসেবে খুবই উন্নতি করেছেন ৷ আর এর জন্য় ভারতীয় হকি ফেডারেশনকে ধন্য়বাদ জানিয়ে রীনা বলেন, ফেডারেশন তাঁদের বড় মঞ্চে পারফর্ম করার সুযোগ করে দিয়েছে ৷ পাশাপাশি এটাও নিশ্চিত করেছে যে, ভারতীয় মহিলা হকি দল সব ধরণের সুযোগ সুবিধা এবং উন্নতমানের কোচিং পেতে পারে ৷ ফলে, ফেডারেশনের এই সমর্থনের ফলে দল হিসেবে ভারতীয় মহিলা হকিদল অনেক উঁচু পর্যায়ে রয়েছে বলে মনে করেন রীনা খোখার ৷