চণ্ডীগড়, 5 অগস্ট : টোকিয়ো অলিম্পিকস(Tokyo Olympics)-এ ব্রোঞ্জ জয়ী ভারতীয় পুরুষ হকি দল ( Indian Men’s Hockey Team)-এ থাকা পঞ্জাবের খেলোয়াড়দের 1 কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করল অমরিন্দ সিং-এর সরকার ৷ আজ পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী রানা গুরমিত সিং সোধি (Rana Gurmeet Singh Sodhi) এই ঘোষণা করেন ৷ আজ টোকিও অলিম্পিকসে হকির ব্রোঞ্জ নির্ধারণের ম্যাচে জার্মানিকে 5-4 গোলে হারান মনপ্রীত সিংরা ৷ যে জয়ের পর হকিতে অলিম্পিকসে 40 বছরের পদকের খরা কাটল ৷ এই জয়ে উচ্ছ্বিস পঞ্জাব সরকার জাতীয় দলে থাকা সে রাজ্যের হকি খেলোয়াড়দের প্রত্যেককে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে ৷
আজ পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী রানা গুরমিত সিং সোধি একটি টুইট লেখেন, ‘‘ভারতীয় হকির এই ঐতিহাসিক দিনে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, পঞ্জাব থেকে জাতীয় দলে থাকা প্রত্যেক খেলোয়াড়কে 1 কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে ৷ অলিম্পিকসে পদক জয়ের উৎসব পালনের জন্য আমরা আপনাদের ফেরার অপেক্ষায় রয়েছি ৷’’ প্রসঙ্গত, অলিম্পিকসে জাতীয় দলে অংশ নেওয়া মোট খেলোয়াড়দের মধ্যে 8 জন পঞ্জাবের ৷ যাঁদের মধ্যে অধিনায়ক মনপ্রীত সিং রয়েছেন ৷
ভারতায় হকি দলের ব্রোঞ্জ জয় এছাড়াও বাকি 7 খেলোয়াড় হলেন, হরমনপ্রীত সিং, রুপিন্দর পাল সিং, হার্দিক সিং, সামশের সিং, দিলপ্রীত সিং, গুরজান্ত সিং এবং মনদ্বীপ সিং ৷ প্রসঙ্গত, গত শুক্রবার পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী রানা গুরমিত সিং সোধি ঘোষণা করেছিলেন, ভারতীয় হকি দল অলিম্পিকসে সোনা জিতলে পঞ্জাবের প্রত্যেক খেলোয়াড়কে 2.25 কোটি টাকা করে দেওয়া হবে ৷ ভারতীয় পুরুষ হকি দল শেষবার 1980 সালে মস্কো অলিম্পিকসে পদক জিতেছিল ৷
আরও পড়ুন :India Hockey : ভারতীয় হকির সূর্যোদয়, বলছেন প্রাক্তনরা
ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়ে পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী আরও একটি টুইট করেছেন ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘এটা ঐতিহাসিক ব্রোঞ্জ জয়ের মুহূর্তকে উপভোগ এবং উদযাপন করার সময় ৷ পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় খেলা এবং তার পতাকা বাহকদের উৎসাহ দেওয়া আমার দায়িত্ব এবং খুবই গর্বের বিষয় ৷’’ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি টুইট করে লিখেছেন, ‘‘অলিম্পিকসের উত্তেজক ম্যাচে জার্মানিকে হারিয়ে ভারতীয় হকি দলের ব্রোঞ্জ জয় ঐতিহাসিক এবং গর্বের ৷ এই অসাধারণ অর্জন গত 41 বছরের ফাঁকা পোডিয়ামটিকে পূর্ণ করল এবং হকিতে এই ব্রোঞ্জ জয় সোনার পদকের ওজনের সমান ৷ অনেক শুভেচ্ছা ৷’’ প্রসঙ্গত, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও টুইট করে ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷