ভুবনেশ্বর, 5 ডিসেম্বর :ভারতের মাটি থেকে জুনিয়র হকি বিশ্বকাপের খেতাব নিয়ে ফিরছে আর্জেন্টিনা ৷ রবিবাসরীয় ফাইনালে কলিঙ্গ স্টেডিয়ামে জার্মানিকে 4-2 গোলে হারিয়ে দ্বিতীয়বার খেতাব ঘরে নিয়ে যাচ্ছে লিওনেল মেসির দেশ (Argentina beats Germany to win second junior hockey world cup title) ৷ 16 বছর ফের জুনিয়র বিশ্বকাপে শিরোপা জিতল আর্জেন্টিনা ৷
কলিঙ্গ স্টেডিয়ামে এদিন আর্জেন্টিনার ট্রফি জয়ের নায়ক লাওতারো ডোমেনে ৷ ডোমেনের হ্যাটট্রিকের পাশাপাশি একটি গোল ফ্র্যাঙ্কো অ্যাগোয়িস্তিনির ৷ এর আগে 2005 নেদারল্যান্ডসের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম খেতাব জিতেছিল আর্জেন্টিনা ৷