পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Xavi returns to Barcelona : কোম্যানের জুতোয় পা গলিয়ে বার্সায় প্রত্যাবর্তন জাভির - New Manager

বুধবার জাভি ইস্যুতে কথা পাকা করতে সহ-সভাপতি রাফা যুসতে এবং ফুটবল ডিরেক্টর মাতেউ অ্যালেমানিকে দোহা পাঠিয়েছিল বার্সা ৷ কিন্তু আল সাদ নাকি কোনওভাবেই ছাড়তে রাজি ছিল না বার্সা কিংবদন্তিকে ৷ শেয পর্যন্ত বার্সা প্রতিনিধিদের আবদারের কাছে মাথা নোয়াতে হয় আল সাদকে ৷

Xavi returns to Barcelona
কোম্যানের জুতোয় পা গলিয়ে বার্সায় প্রত্যাবর্তন জাভির

By

Published : Nov 5, 2021, 11:04 PM IST

বার্সেলোনা, 5 নভেম্বর : জল্পনায় সিলমোহর দিয়ে 6 বছর পর বার্সেলোনায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে জাভি হার্নান্ডেজের ৷ কোচ হিসেবে রোনাল্ড কোম্যান পরবর্তী কাতালোনিয়া ক্লাবের হটসিটে বসতে চলেছেন তিনি ৷ বার্সার হয়ে সর্বাধিক ম্যাচ খেলা এই ফুটবলার কোচ হিসেবে কাতারের আল সাদের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় বার্সার কোচ হয়ে আসার পথে বাধা সৃষ্টি হচ্ছিল ৷ কিন্তু ক্লাবে সুদিন ফেরাতে জাভিকে অপরিহার্য মনে করা বার্সা ম্যানেজমেন্ট আল সাদের সমস্ত দাবিদাওয়া মেনে নিয়েছে ৷

এক বিবৃতিতে কাতারের রাজধানী শহরের ক্লাবটি জানিয়েছে, তাদের প্রস্তাবিত সমস্ত অর্থই বার্সেলোনা জাভির জন্য খরচ করেছে ৷ আল সাদের মুখ্য আধিকারিক বিবৃতিতে বলেছেন, "উল্লিখিত রিলিজ ক্লজের সমস্ত অর্থ হাতে পাওয়ার পর আল সাদ জাভির বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে সম্মতি প্রদান করছে ৷" একইসঙ্গে কোচ হিসেবে বার্সেলোনায় জাভির সাফল্য প্রার্থনা করেছে দোহার ক্লাবটি ৷

গত বুধবার জাভি ইস্যুতে কথা পাকা করতে সহ-সভাপতি রাফা যুসতে এবং ফুটবল ডিরেক্টর মাতেউ অ্যালেমানিকে দোহা পাঠিয়েছিল বার্সা ৷ কিন্তু আল সাদ নাকি কোনওভাবেই ছাড়তে রাজি ছিল না বার্সা কিংবদন্তিকে ৷ শেয পর্যন্ত বার্সা প্রতিনিধিদের আবদারের কাছে মাথা নোয়াতে হয় আল সাদকে ৷ তবে জাভির বিনিময়ে রিলিজ ক্লজ হিসেবে তারা 5.8 মিলিয়ন ডলার দাবি করে ৷

আরও পড়ুন : জন্মদিনে কোহলিকে 'বিরাট' জয় উপহার সতীর্থদের

তবে জাভিও যে কঠিন সময় বার্সার হাল ধরতে চেয়ে আল সাদ ম্যানেজমেন্টের কাছে আর্জি জানিয়েছিল সেটা আল সাদের মুখ্য আধিকারিক তুর্কি আল-আলির বিবৃতিতে পরিষ্কার ৷

ABOUT THE AUTHOR

...view details