কলকাতা, 5 মে : দেশে ফেরার বিমান ধরলেন ভারতে খেলতে আসা স্পেনের ফুটবলাররা। শহর ছাড়ার আগে সদস্য, সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন মোহনবাগানের ফুটবলাররা । মোহনবাগান কোচ, ফুটবলারদের কাছে সদ্য শেষ হওয়া মরশুম সবদিক থেকে স্মরণীয়। ভারত ছাড়ার আগে মোহনবাগানের সদ্য প্রাক্তন কোচ কিবু ভিকুনা বলেন, "তিনি এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছেন।"
নতুন মরশুমে ISL-র ফ্র্যাঞ্চাইজ়ি কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব সামলাবেন এই স্প্যানিশ কোচ। আই লিগের ইতিহাসে প্রথম স্প্যানিশ কোচ হিসেবে খেতাব জয়ের নজির গড়েছেন তিনি । ফেলে আসা মরশুমের স্মৃতি হাতড়াতে গিয়ে ভিকুনা বলেন, "বছরটা দারুণ কেটেছে আমার। এবিষয়ে কোনও সন্দেহ নেই । ব্যক্তিগত এবং পেশাগত দু'ভাবেই অভিজ্ঞতা অসাধারণ। নিজেকে পরিপূর্ণ কোচ হিসেবে মনে হচ্ছে। আইজ়লকে হারানোর পর খেতাব নিশ্চিত হয়ে গিয়েছিল আমাদের। ডার্বিতে সাফল্য পাওয়ার বিষয়টি মাথায় ছিল। কিন্তু ভাবতে পারিনি ওটাই আমাদের শেষ ম্যাচ হয়ে যাবে।"
চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি মাথায় ছিল দলের । কিন্তু তারপরই কোরোনা ভাইরাসের থাবা । লকডাউনে গৃহবন্দী সকলে। ফলে বিদায় বেলায় দলের ফুটবলারদের সঙ্গে বিদায় শুভেচ্ছা দেওয়া-নেওয়া করতে পারার ইচ্ছেটা বাকি থেকে গেল সদ্য প্রাক্তন সবুজ মেরুন কোচের। তিনি বলেন, "ফোনে সবার সঙ্গে কথা হয়েছে। কিন্তু আমি মুখোমুখি হয়ে বিদায়ী বার্তা আদান প্রদান করতে বেশি পছন্দ করি ।" তিনি আরও বলেন, "ফ্যানেরা যেভাবে সারা বছর পাশে থেকেছে, উৎসাহ দিয়েছে, সমর্থন করেছে এবং ভালোবাসা দিয়েছে তা অকল্পনীয়। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য ফিরতে চাই। সমর্থক, ফুটবলার, কর্মকর্তা সকলের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ করতে চাই। প্রত্যেকের ভালোবাসার স্মৃতি নিয়ে কলকাতা ছেড়েছি।"