পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফিরে এসে সমর্থকদের সঙ্গে আনন্দ করতে চান ভিকুনা - কিবু ভিকুনা

আবার ভারতে ফিরে আই লিগ জয়ের আনন্দ ভাগ করে নিতে চান মোহনবাগানের সদ্য প্রাক্তন কোচ কিবু ভিকুনা । আজ দেশে ফেরার বিমান ধরলেন তিনি ।

ছবি
ছবি

By

Published : May 5, 2020, 10:57 PM IST

কলকাতা, 5 মে : দেশে ফেরার বিমান ধরলেন ভারতে খেলতে আসা স্পেনের ফুটবলাররা। শহর ছাড়ার আগে সদস্য, সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন মোহনবাগানের ফুটবলাররা । মোহনবাগান কোচ, ফুটবলারদের কাছে সদ্য শেষ হওয়া মরশুম সবদিক থেকে স্মরণীয়। ভারত ছাড়ার আগে মোহনবাগানের সদ্য প্রাক্তন কোচ কিবু ভিকুনা বলেন, "তিনি এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছেন।"

নতুন মরশুমে ISL-র ফ্র্যাঞ্চাইজ়ি কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব সামলাবেন এই স্প্যানিশ কোচ। আই লিগের ইতিহাসে প্রথম স্প্যানিশ কোচ হিসেবে খেতাব জয়ের নজির গড়েছেন তিনি । ফেলে আসা মরশুমের স্মৃতি হাতড়াতে গিয়ে ভিকুনা বলেন, "বছরটা দারুণ কেটেছে আমার। এবিষয়ে কোনও সন্দেহ নেই । ব্যক্তিগত এবং পেশাগত দু'ভাবেই অভিজ্ঞতা অসাধারণ। নিজেকে পরিপূর্ণ কোচ হিসেবে মনে হচ্ছে। আইজ়লকে হারানোর পর খেতাব নিশ্চিত হয়ে গিয়েছিল আমাদের। ডার্বিতে সাফল্য পাওয়ার বিষয়টি মাথায় ছিল। কিন্তু ভাবতে পারিনি ওটাই আমাদের শেষ ম্যাচ হয়ে যাবে।"

চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি মাথায় ছিল দলের । কিন্তু তারপরই কোরোনা ভাইরাসের থাবা । লকডাউনে গৃহবন্দী সকলে। ফলে বিদায় বেলায় দলের ফুটবলারদের সঙ্গে বিদায় শুভেচ্ছা দেওয়া-নেওয়া করতে পারার ইচ্ছেটা বাকি থেকে গেল সদ্য প্রাক্তন সবুজ মেরুন কোচের। তিনি বলেন, "ফোনে সবার সঙ্গে কথা হয়েছে। কিন্তু আমি মুখোমুখি হয়ে বিদায়ী বার্তা আদান প্রদান করতে বেশি পছন্দ করি ।" তিনি আরও বলেন, "ফ্যানেরা যেভাবে সারা বছর পাশে থেকেছে, উৎসাহ দিয়েছে, সমর্থন করেছে এবং ভালোবাসা দিয়েছে তা অকল্পনীয়। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য ফিরতে চাই। সমর্থক, ফুটবলার, কর্মকর্তা সকলের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ করতে চাই। প্রত্যেকের ভালোবাসার স্মৃতি নিয়ে কলকাতা ছেড়েছি।"

চ্যাম্পিয়ন কোচের তকমা নিয়ে মরশুম শেষ করলেও মোহনবাগান ডাগ আউটে কিবু ভিকুনার শুরুটা মোটেই ভালো হয়নি। ডুরান্ড এবং কলকাতা লিগ হাতছাড়া হয়েছিল। পিছনের দিকে তাকিয়ে বাগানের প্রাক্তন স্প্যানিশ হেডস্যারের মনে হয়েছে বেশকিছু ম্যাচ তাঁরা ছোটো ভুলের জন্য হেরেছিলেন। সেটাই ব্যর্থতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিবু ভিকুনার বিশ্লেষণ, "বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়া আমাদের ভালো অভিজ্ঞতা। শক্তিশালী দলের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে নিজেদের তৈরি করতে পেরেছিলাম। তাছাড়া মরশুমের শুরুতে স্টাইল অব ফুটবল রপ্ত করার ব্যাপার থাকে।"

দলের সাফল্যের জন্য বিদেশি ফুটবলারদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি ভারতীয় ফুটবলারদের নৈপুণ্যের প্রশংসাও তাঁর মুখে। শেখ সাহিল,নওরেম,শুভ ঘোষকে প্রতিভাবান বলতে দ্বিধা করেননি তিনি । পাশাপাশি এদের সঠিক সময়ে জ্বলে ওঠার ক্ষমতার কথাও মনে করিয়েছেন কিবু ভিকুনা । একইসঙ্গে ধনচন্দ্র সিং,গুরজিন্দার, আশুতোষ মেহতা,শঙ্কর রায়ের মত অভিঞ্জ ফুটবলারদের দারুণ পারফরম্যান্সের কথাও বলেছেন তিনি । জানান, দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে । সেজন্য় একসময় প্রথম একাদশ বাছতে সমস্যায় পড়তেন ।

কলকাতা ছেড়ে এবার কেরালায় গিয়ে কাজ করার চ্যালেঞ্জ। কিবু ভিকুনা বলছেন,"আমি কেরালা ব্লাস্টার্সের ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাতে চাই। কারণ ওনারা আমার উপর আস্থা রেখেছেন। আমরা শক্তিশালী দল গড়ার বিষয়ে নজর দিচ্ছি। আক্রমণাত্মক এবং আকর্ষণীয় ফুটবল খেলতে চাই।"নিজের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখার ইঙ্গিত দিয়ে আমস্টারডমগামী বিমানে উঠলেন কিবু ভিকুনা। দু'দিনের মধ্যে মাদ্রিদগামী বিমানে উঠবেন তিনি এবং তাঁর স্প্যানিশ সতীর্থরা।

ABOUT THE AUTHOR

...view details