দোহা, 11 সেপ্টেম্বর : একটা সময় ইস্টবেঙ্গলের তেকাঠির নিচে দাঁড়াতেন ৷ সেইসময় কয়েকবার তাঁর ভুলের খেসারত দিতে হয়েছে লাল-হলুদকে ৷ আর সেই গুরপ্রীত সিং সান্ধু কাতারের বিরুদ্ধে হয়ে উঠলেন অপ্রতিরোধ্য ৷ বাঁচালেন কমপক্ষে চার থেকে পাঁচটি নিশ্চিত গোল ৷ তাঁকে যোগ্যসংগত দিলেন সন্দেশ ঝিংগান ও আদিল খান ৷ তাঁদের সৌজন্যেই এশিয়ান চ্যাম্পিয়নদের ঘরের মাঠে গোলশূন্য ড্র রেখে ফিরছে ব্লু-টাইগাররা ৷
2022 সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে 80 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হারতে হয়েছিল ভারতকে ৷ দ্বিতীয় ম্যাচে কাতারের বিরুদ্ধে তাই যেন আরও জেদ চেপে বসেছিল ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ৷ তবে, শুরু থেকেই একের পর পর আক্রমণ করতে থাকে কাতার ৷ প্রথম 15 মিনিট কার্যত একপেশে খেলা হয় ৷ সুনীল ছেত্রীর অনুপস্থিতিতে আক্রমণভাগে একজন নেতার অভাব টের পাচ্ছিল ভারত ৷ বলার মতো কোনও আক্রমণাত্মক মুভও করতে পারেননি ইগর স্টিমাচের ছেলেরা ৷ তবে, সন্দেশ ঝিংগান ও আদিল খানের নেতৃত্বে যথেষ্ট পোক্ত দেখায় ভারতীয় রক্ষণকে ৷ 45 মিনিটে দুরন্ত সেভ করেন গুরপ্রীত ৷ প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য ছিল 2022 সালের বিশ্বকাপের আয়োজকদের ৷
দ্বিতীয়ার্ধেও ছবিটা এক ছিল ৷ খেলাটা কাতারের আক্রমণ বনাম ভারতের রক্ষণে পরিণত হয় ৷ 52 মিনিটে উদান্ত সিংয়ের গতির কিছুটা ঝলক মেলে ৷ ডান প্রান্ত উঠে এসে বক্সে ক্রস তোলেন উদান্ত ৷ তবে, গোলে রাখতে পারেননি মনভীর ৷ এরপর কাতারি আক্রমণ জারি থাকলেও ম্যাচে কয়েকটি হাফ চান্স তৈরি করে ভারত ৷ ম্যাচে ভারতের সেরা সুযোগ এসেছিল 52 মিনিটে ৷ প্রতি আক্রমণে উঠে বক্সের কিছুটা বাইরে থেকে বাঁ পায়ে জোরালো শট নেন উদান্ত ৷ কিন্তু, বল ডিপ করলেও তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ৷ চার মিনিট পরেই আবদেলকরিমের শট রুখে দেন গুরপ্রীত ৷ ফিরতি বলে ইসমাইলের শট সিন্ধুর বাঁ দিকের পোস্টের বাইরের দিকে লেগে ফিরে আসে ৷ এরপর গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে কাতার ৷ তবে, তা থেমে যায় ভারতীয় রক্ষণ ও গুরপ্রীতের চওড়া গ্লাভসের কাছে ৷ পুরো ম্যাচে গোল লক্ষ্য করে 27টি শট নেয় কাতার ৷ সেখানে ভারতের শট সংখ্যা 2 ৷