পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সাত গোলে জয় নতুন নয় ইস্টবেঙ্গলের, দেখে নিন সেই তালিকা - দেখে নিন সেই তালিকা

সাত গোল দিয়ে ইস্টবেঙ্গলের জয় নতুন নয় ৷ সেই আশাতেই বুক বাঁধছেন সমর্থকরা ৷

ইস্টবেঙ্গল

By

Published : Oct 1, 2019, 7:09 AM IST

কলকাতা, 1 অক্টোবর : সাত গোলের লক্ষ্মণরেখা টপকে কি কলকাতা লিগ জিততে পারবে ইস্টবেঙ্গল ? ময়দান জুড়ে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে । তাই আপাতত আগামীকাল কল্যাণীতে ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচের দিকে চোখ ময়দানের ৷

রবিরার বারাসতে জর্জ টেলিগ্রাফকে 2-0 গোলে হারালেও এখনও লিগ ঢোকেনি পিয়ারলেসের ঘরে ৷ বরং তাদের তাকিয়ে থাকতে হচ্ছে ইস্টবেঙ্গলের দিকে ৷ যদিও ইস্টবেঙ্গলের জন্য কাজটা একেবারেই সহজ নয় ৷ বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমসের বিরুদ্ধে সাত গোলে জয় ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব নয় । কারণ, আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার দলের পারফরমেন্সে প্রতিপক্ষকে নিয়ে ছিনিমিনি খেলার ছাপ নেই ৷ যদিও একটা মহল থেকে ম্যাচ গড়াপেটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না ৷

যদিও সমর্থকরা এখনও আশায় বুক বাঁধছেন ৷ তাঁদের বক্তব্য, চ্যালেঞ্জটা কঠিন হলেও অসম্ভব নয় । আর বরাবরাই যখনই দরকার পড়েছে জ্বলে উঠেছে লাল-হলুদ মশাল ৷ ইস্টবেঙ্গলের রেকর্ড তাঁদের বিশ্বাস-ধারণাকে আরও বাড়িয়ে দিচ্ছে ৷

একনজরে দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলের সাত বা তার বেশি গোলে জয়ের নজির -

  • 1945 সাল : 11-0 গোলে BCCI-কে হারায় ইস্টবেঙ্গল ৷ যা ইস্টবেঙ্গলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়
  • 1946 সাল : কলকাতা লিগে কাস্টমসকে 7-0গোলে হারায় ইস্টবেঙ্গল । ইস্টবেঙ্গলের হয়ে একটি গোল করেছিলেন আপ্পারাও ৷ দুটি গোল করেছিলেন সুনীল ঘোষ দুটি ৷ বাকি চারটি গোল করেছিলেন নায়ার
  • 1949 সাল : IFA শিল্ডে 8-0 গোলে গুয়াহাটির মহাবালা ক্লাবকে হারিয়েছিল ইস্টবেঙ্গল
  • 1950 সাল : DCM ট্রফিতে আর্মি একাদশের বিরুদ্ধে 7-0 গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল
  • 1960 সাল : DCM ট্রফিতে দিল্লি ডিস্ট্রিক্ট ক্লাবের বিরুদ্ধে 8-0গোলে জিতেছিল ইস্টবেঙ্গল
  • 1960 সাল : ডুরান্ড কাপে ভূপাল জিমখানাকে 8-0 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল
  • 1966 সাল : কলকাতা লিগে স্পোর্টিং ইউনিয়নের বিরুদ্ধে 7-0 গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল
  • 1970 সাল : কলকাতা লিগে ঐক্য সম্মেলনীর বিরুদ্ধে 6-0 গোলে ম্যাচ জিতেছিল লাল-হলুদ ব্রিগেড
  • 1970 সাল : কলকাতা লিগেই হাওড়া ইউনিয়নকে 6-0 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল
  • 1972 সাল : ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল 10-0 গোলে দিল্লির BSS-কে পরাজিত করেছিল
  • 1972 সাল : ডুরান্ড কাপেই সিমলা ইয়ংয়ের বিরুদ্ধে 7-0 গোলে ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল

ABOUT THE AUTHOR

...view details