পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এভারটনকে 2-1 গোলে হারাল নিউক্যাসল - ইংলিশ প্রিমিয়ার লিগ

নিউক্যাসলের কাছে হেরে EPL-এ ব্যাকফুটে এভারটন ।

Newcastle won epl match against everton by 2-1
ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের কাছে হার এভারটনের

By

Published : Nov 2, 2020, 10:57 AM IST

নিউক্যাসল, 2 নভেম্বর : ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে 2-1 গোলে হারাল নিউক্যাসল ইউনাইটেড । দু'টি গোল করেন ক্যালম উইলসন ।

EPL-এ টেবিলে লিভারপুলের পরই ছিল এভারটন । কিন্তু পর পর তিনটি ম্যাচে হেরে তারা এখন ব্যাকফুটে । রবিবার ম্যাচের 56 মিনিটে পেনাল্টি পান উইলসন । আন্দ্রে গোমস-এর ফাউল কর্নারে পেনাল্টির সুযোগ হাতছাড়া করেননি উইলসন । তাঁঁকে ট‍্যাকল করতে গিয়ে আহত হন আন্দ্রে । EPL-এ নিউক্যাসলের হয়ে এই মরসুমে 6টি গোল করেছেন উইলসন ।

গতকালের ম্যাচে এভারটনের ডমিনিক কালভার্টকে প্রথম থেকেই ট‍্যাকল করছিলেন নিউক্যাসলের ফুটবলাররা । যদিও এই মরসুমের 8 নম্বর গোলটি করে ফেলেন ডমিনিক ।

ABOUT THE AUTHOR

...view details