পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোহনবাগান কি ঘুরে দাঁড়াতে পারবে ?

চার্চিলের বিরুদ্ধে 4-2 গোলে পরাজয় মোহনবাগানকে বিধ্বস্ত করে দিয়েছে । তাই সবার আগে মোহন ফুটবলারের জন্য দরকার আত্মবিশ্বাস ফিরে পাওয়া । কাল স্টেডিয়ামে সবুজ মেরুন ব্রিগেড খেলবে ট্রাউ এফসির বিরুদ্ধে । নবাগত দলটির বিরুদ্ধে খাতায় কলমে বেইটিয়া, কলিনাসরা এগিয়ে থাকলে তা ভরসা করার মতো লোক কম ।

Kibu Vikuna
কিবু ভিকুনা

By

Published : Dec 10, 2019, 4:39 PM IST

কলকাতা,10 ডিসেম্বর : মোহনবাগান কি ঘুরে দাঁড়াতে পারবে ? কাল ট্রাও এফসি ম্যাচে ছোটো ভুলে বড় ক্ষতি হলে গো ব্যাক ধ্বনি গর্জনে পরিণত হবে । বেশ বুঝতে পারছেন কোচ ভিকুনা । চার্চিলের বিরুদ্ধে 4-2 গোলে পরাজয় মোহনবাগান কে বিধ্বস্ত করে দিয়েছে । তাই সবার আগে মোহন ফুটবলারের জন্য দরকার আত্মবিশ্বাস ফিরে পাওয়া ।

কাল কল্যাণী স্টেডিয়ামে সবুজ মেরুন ব্রিগেড খেলবে ট্রাউ এফসির বিরুদ্ধে । নবাগত দলটির বিরুদ্ধে খাতায় কলমে বেইটিয়া, কলিনাসরা এগিয়ে থাকলে তা ভরসা করার মত লোক কম । কোচ কিবু ভিকুনা সোমবার বল নিয়ে অনুশীলনের পাশাপাশি চার্চিল ম্যাচের ভিডিও দেখানোর কাজে বাড়তি জোর দিলেন । তাই বিপর্যয় সামলাতে ওয়েক আপ কল সাজঘরে ।

কিবু ভিকুনা নিজেও মানছেন বল দখলের সিংহভাগ নিজেদের পায়ে থাকলেও সাফল্য আসবে না। কারণ গোল করতে হবে এবং গোল বাঁচাতে হবে । তাই প্র্যাকটিসে ডিফেন্ডারদের পজিশন কি হবে তা যেমন শুধরে দিলেন । স্ট্রাইকারদের আজ গোলে প্রচুর শট নেওয়া প্রাকটিস করালেন । ইতিমধ্যে আই লিগে মোহনবাগানের সম্ভাবনা নেই এই আশঙ্কা ছড়াতে শুরু করেছে। কোচ নিজে দলে রদবদলের কথা বলেছেন। কর্তাদের একাংশ বলছেন সেই তালিকায় কোচের নাম থাকলেও আশ্চর্য হওয়ার কিছু নেই । কিবু ভিকুনা নিজেও বিষয়টি জানেন । তবে এবিষয়ে কোনও শব্দ খরচ করতে চান না। প্রতিপক্ষ দলে বেশ কয়েকজন ভালোমানের বিদেশি রয়েছে বলে সতর্ক করেছেন।তাই হালকাভাবে নেওয়ার জায়গা নেই বলে মনে করেন।

চার্চিল ম্যাচের একাদশে পরিবর্তনের জোরালো ইঙ্গিত দিলেও গোলরক্ষক হিসেবে কাকে নামাবেন তা নিয়ে সংশয়ে। কারন শিলটন পাল বিয়ের জন্যে ব্যস্ত । হাতে রইল শংকর রায়। ফলে চার গোল হজম করা দেবজিৎ মজুমদারকে বসালে শংকর ছাড়া বিকল্প নেই । দীর্ঘদিন শংকর ম্যাচ খেলেন না । ফলে ট্রাওয়ের বিরুদ্ধে নামানো বাড়তি চাপ তৈরি করতে পারে। এই অবস্থায় কিবু ভিকুনা বলছেন দল ঘুরে দাড়াবে । এবং সেটা কালকের ম্যাচ থেকে। একইভাবে মোহনবাগান আই লিগের দৌড়ে ভীষণভাবে রয়েছে বলে মনে করেন।

ABOUT THE AUTHOR

...view details