কলকাতা, 19 মার্চ : চলতি সপ্তাহে কলকাতায় পা দিচ্ছেন শিল্পপতি হরিমোহন বাঙ্গুর । তার আগমনের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরা, ক্লাব এবং বিনিয়োগ সংস্থার মধ্যে বয়ে চলা বিতর্কের সমাপ্তির আশা করছে । তবে দুই তরফের বৈঠক ঘিরে এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর নেই ।
ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা গত বুধবার কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলেন এফএসডিএলের প্রতিনিধি তরুণ ঝুনঝুনওয়ালার উপস্থিতিতে বিনিয়োগ সংস্থার সঙ্গে কথা বলতে আপত্তি নেই । সেই আর্জি তাঁরা তরুণ ঝুনঝুনওয়ালাকে জানিয়েছেন। মাঝের কয়েকদিনে এফএসডিএলের কর্তাটি কোনও ফোন লাল হলুদ বিনিয়োগ সংস্থার কোনও প্রতিনিধির সঙ্গে করেছেন বলে জানা যায়নি ।
প্রসঙ্গত, চুড়ান্ত চুক্তির কয়েকটি শর্তাবলীতে ইস্টবেঙ্গল ক্লাবের আপত্তি রয়েছে । এবং তা জানিয়ে গত ডিসেম্বর মাসে চিঠি দিয়েছিল । যার উত্তর না কি বিনিয়োগ সংস্থার তরফে মেলেনি বলে ক্লাবের তরফে বলা হয়েছিল । "না আমরা এই ধরনের কোনও ফোন পাইনি," বলছিলেন বিনিয়োগ সংস্থার কর্তাটি ।
কর্ণধার হরিমোহন বাঙুর চলতি সপ্তাহে আসছেন । তবে এখনও পর্যন্ত কলকাতার অফিসে তিনি কবে আসবেন বা আদৌ আসবেন কি না তা জানা যায়নি । হরিমোহন বাঙ্গুর নিজের কাজ করতে আসছেন । তার কাজের তালিকায় ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে বৈঠক আছে কি না তা অজ্ঞাত।