ম্যাঞ্চেস্টার, 24 জুন: গুনে গুনে বার্নলিকে গোলের মালা পরিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ৷ সোমবার রাতে লিগের ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের কাছে 5-0 গোলের লজ্জার হার হয়েছে দলটির ৷ কিন্তু বড় ব্যবধানে হারের লজ্জার চেয়ে সমর্থকদের আচরণ বেশি বিব্রত করেছে বার্নলির ফুটবলারদের ৷
অ্যামেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ শুরু হয়েছে গোটা বিশ্বে ৷ "Black Lives Matter" স্লোগান তুলে বর্ণবিদ্বেষের প্রতিবাদে নেমেছে ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাবগুলিও ৷ ম্যাচের আগে হাঁটু মুড়ে ফ্লয়েডকে শ্রদ্ধা ও বর্ণবিদ্বেষের প্রতিবাদ জানাচ্ছেন ফুটবলাররা ৷ সোমবার রাতে ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে একইভাবে ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়েছিলেন বার্নলি ও সিটির ফুটবলাররা ৷ কিন্তু নাটকীয়ভাবে সেইসময়ই ম্যাঞ্চেস্টারের আকাশে "White Lives Matter Burnley" স্লোগান লেখা একটি বিমান উড়তে দেখা যায় ৷ স্টেডিয়ামের আশপাশে কয়েকবার চক্কর কাটে বিমানটি ৷ এমন ঘটনায় অবাক হয়ে যান দু'দলের ফুটবলাররা ৷ লজ্জায় মাথা নত হয়ে যায় বার্নলির ফুটবলারদের ৷