কলকাতা, 2 অগাস্ট : ছোটোবেলা থেকেই ইস্টবেঙ্গলের সমর্থক তিনি ৷ ইস্টবেঙ্গলের সব ম্যাচ মাঠে গিয়ে দেখতেন । স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ফুটবলও খেলেছেন ৷ কিন্তু প্রিয় ক্লাবের শতবর্ষে মেলেনি আমন্ত্রণ ৷ তাই রীতিমতো ক্ষুব্ধ ও মর্মাহত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ''এটা সহ্য করা যায় না । প্রয়োজনে বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব । কীভাবে সাংবিধানিক গুরুত্বপূর্ণ একটি পদে আসীন কোনও ব্যক্তিকে আমন্ত্রণপত্র না পাঠিয়ে শতবর্ষের অনুষ্ঠান পালন করছে ইস্টবেঙ্গল ক্লাব সে বিষয়েও জানতে চাইব ।''
ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি অনেক ইস্টবেঙ্গলপ্রেমীকে । সমাজের অনেক বিশিষ্ট মানুষও আমন্ত্রিতের তালিকা থেকে বাদ পড়েছেন বলে মন্তব্য করেন তিনি ।
পূর্ববঙ্গের বরিশালে জন্ম বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, ''ছোটোবেলা থেকেই ইস্টবেঙ্গলের সমর্থক । স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ফুটবল খেলেছি । এটা অত্যন্ত দুঃখজনক । যাঁরা ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের অনেককেই আমন্ত্রণ জানানো হয়নি । সেই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের পদ এমন একটি পদ সেখানে কোন রাজনীতির রং নেই । বিধানসভার অধ্যক্ষের দপ্তরেও পাঠানো হয়নি ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কোনও আমন্ত্রণপত্র । বিষয়টি নিয়ে আমি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি ।"
বিমানবাবু অভিযোগ করেন, বিধানসভার সংলগ্ন এলাকায় ফুটবল খেলা হয় । ফুটবল ক্লাবগুলিও সংলগ্ন এলাকায় অবস্থিত । অথচ ফুটবল খেলার আমন্ত্রণপত্র বিধানসভার সদস্যরা পান না । বিধানসভার অধ্যক্ষ আমন্ত্রণপত্র পান না । এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দাজনক বলেও তিনি মন্তব্য করেছেন ।
ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের অতীত ইতিহাস, ছোটোবেলায় ফুটবল খেলা দেখা এবং মাঠে খেলতে যাওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন । সবটা নিয়েই তিনি ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাইবেন, জানান বিমানবাবু ৷