পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এই ধারাবাহিকতা রাখলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব : কিবু ভিকুনা

পঞ্জাব FC-র বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গে নয় ম্যাচ অপরাজিত মোহনবাগান । সমর্থকরা আই লিগের স্বপ্ন দেখতে শুরু করেছেন । ম্যাচের গ্যালারিতে টিফো নিয়ে এসেছিলেন তাঁরা ‌। তাতে কিবু ভিকুনাকে গডফাদার ও আর্টিস্ট বলে বর্ণনা করা হয়েছে ।

Kibu Vicuña
কিবু ভিকুনা

By

Published : Feb 9, 2020, 11:17 PM IST

কল্যাণী, 9 ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন হওয়ার জন্যে ম্যাজিক পয়েন্ট কত তা নিয়ে কোনও শব্দ ব্যয় করতে রাজি হননি কিবু ভিকুনা । তবে পঞ্জাব FC-র বিরুদ্ধে যেভাবে দল খেলেছে তাতে খুশি । একই সঙ্গে যোগ করেছেন এই ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলে মনে করেন ।

পঞ্জাব FC-র বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গে নয় ম্যাচ অপরাজিত মোহনবাগান । সমর্থকরা আই লিগের স্বপ্ন দেখতে শুরু করেছেন । ম্যাচের গ্যালারিতে টিফো নিয়ে এসেছিলেন তাঁরা ‌। তাতে কিবু ভিকুনাকে গডফাদার ও আর্টিস্ট বলে বর্ণনা করা হয়েছে । আই লিগের জানুয়ারি মাসে কোচদের পারফরম্যান্সের বিচারে সেরা কোচের সম্মান পেলেন মোহনবাগান কোচ । মাঠে তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । পুরস্কার নেওয়ার পরে দলের কোচিং ব্রিগেড ও ফুটবলারদের ডেকে নেন সবুজ মেরুন হেডস্যার । বলেন তাঁর কাছে ব্যক্তি নয় দল সবার আগে ।

ধারাবাহিকতা ধরে রাখলে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী মোহনবাগান কোচ

পঞ্জাব FC ম্যাচের পরে মোহনবাগান কল্যাণী স্টেডিয়ামে নেরোকা FC-র বিরুদ্ধে খেলবে । চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে তাড়াহুড়ো করতে চান না । ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা । ইতিমধ্যে তাঁর দলের রক্ষনভাগ ড্যানিয়েল সাইরাসের অনুপস্থিতিতেও ভালো খেলছেন । তাই মোহনবাগান যেন অশ্বমেধের ঘোড়া । যার একমাত্র গন্তব্য এখন আই লিগ চ্যাম্পিয়ন খেতাব ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details