পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এক গোলে জিততে পারতাম : কিবু - মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল

সুহের ভিপি একাই দুটো সহজ সুযোগ নষ্ট করেছেন । তবে এজন্য তাঁকে কাঠগড়ায় তুলতে রাজি নন মোহনবাগান কোচ । সুহের ভিপির পাশাপাশি রোমারিও জেসুরাজের গোল করা উচিত ছিল বলে মনে করেন কিবু ।

কিবু ভিকুনা

By

Published : Sep 1, 2019, 7:50 PM IST

Updated : Sep 1, 2019, 8:37 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : অন্তত আমরা একটি গোলে জিততে পারতাম । ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে এভাবেই নিজের দলের জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কিবু ভিকুনা ।

ভারতীয় ক্লাব ফুটবলে কোচিং করতে এসে প্রথম বার ডার্বির ডাগ আউটে । স্বদেশীয় আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে না পারলেও মোহনবাগান মোটের ওপর ভালো ফুটবল খেলেছে সেব্যাপারে সন্দেহ নেই । কিবু ভিকুনা বলছেন, দুটো দলের কাছেই ম্যাচটি কঠিন ছিল । এবং তাঁর দল যে প্রতিপক্ষের তুলনায় গোলের সুযোগ বেশি পেয়েছিল সে ব্যাপারে সন্দেহ নেই । তবে প্রতিপক্ষ কোচের মতো তিনিও মানছেন মাত্র দু'মাসের মধ্যে এধরনের কঠিন ম্যাচ সবসময় চ্যালেঞ্জিং । মোহনবাগানের ফিটনেস নিয়ে অনেক শব্দ খরচ করা হয়েছে । ভিকুনা বলছেন, প্রতি তিন দিন অন্তর ম্যাচ খেলার ঝক্কি সবসময় কঠিন । তবে সুযোগ বেশি পাওয়া সত্ত্বেও জয় না পাওয়ায় কিবু হতাশ । তবে দল যেভাবে খেলেছে তাতে কোচ হিসেবে খুশি ।

ভিডিয়োয় শুনুন কিবু ভিকুনার বক্তব্য...

আরও পড়ুন : বিবর্ণ ফুটবলেও সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ

সুহের ভিপি একাই দুটো সহজ সুযোগ নষ্ট করেছেন । তবে এজন্য তাঁকে কাঠগড়ায় তুলতে রাজি নন মোহনবাগান কোচ । সুহের ভিপির পাশাপাশি রোমারিও জেসুরাজের গোল করা উচিত ছিল বলে মনে করেন কিবু ।

সাত পয়েন্ট নষ্ট করে লিগ খেতাব ধরে রাখা কঠিন । সবুজ মেরুন কোচ বলছেন, তিনি আশা ছাড়ছেন না ।

Last Updated : Sep 1, 2019, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details