রিও ডি জেনেইরো, 9 জুলাই : দ্বি-বিভক্ত ফুটবল বিশ্ব ৷ দ্বি-বিভক্ত বাঙালি ৷ কাকে করবেন সমর্থন ৷ ব্রাজিল না আর্জেন্টিনা ৷ লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল ৷ মুখোমুখি নেইমারের ব্রাজিল ও মেসির আর্জেন্টিনা ৷ একসময় মেসির সতীর্থ ছিলেন নেইমার ৷ মেসির নিখুঁত পাস থেকে গোলও করেছেন অসংখ্য ৷ তবে মেগা ফাইনালে বন্ধু মেসিকে একচুলও জায়গা ছাড়তে রাজি নন ব্রাজিল ফুটবলের পোস্টার বয় ৷
কোপা আমেরিকার মঞ্চে দুই দলের দুই তারকা জ্বলে উঠেছেন ৷ চার গোল করে দলকে ফাইনালে তুলেছেন মেসি ৷ অন্যদিকে দুটি গোল করেছেন নেইমার ৷ তাই বলাই বাহুল্য মেগা ফাইনালের জন্য তেতে আছেন দুই তারকা ৷
একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে এক সময়ের বার্সা সতীর্থ লিওনেল মেসির সম্পর্কে প্রশ্ন করা হয় ৷ নেইমার উত্তর দেন, ‘‘যেমনটা আমি আগেও বলেছি, আমি যাঁদের সঙ্গে খেলেছি, তাঁদের মধ্যে মেসি সেরা ফুটবলার ৷ এবং ও আমার খুব ভাল বন্ধু ৷ কিন্তু এখন আমরা ফাইনালে ৷ আমরা প্রতিদ্বন্দ্বী ৷ আমি ভীষণভাবে এই খেতাব জিততে চাই ৷ এটাই আমার প্রথম কোপা ফাইনাল হতে চলেছে ৷’’