পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চ্যালেঞ্জ নিতে তৈরি বেইটা, ঘুরে দাঁড়াতে মরিয়া ভিকুনা

ইস্টবেঙ্গল শক্তিশালী দল ৷ তবে, চ্যালেঞ্জ নিতে তৈরি তাঁর ছেলেরা ৷ ডার্বির আগে বললেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ৷

ভিকুনা

By

Published : Sep 1, 2019, 3:11 AM IST

Updated : Sep 1, 2019, 6:09 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : ডার্বি প্রস্তুতির বেলাশেষের প্র্যাকটিসে পর্দার আড়ালে দেখা গেল কিবু ভিকুনাকে । মরশুমের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে অভ্যাসের বদল ঘটালেন মোহনবাগান কোচ ।

গতকাল সকালে অনুশীলনের পর প্রশ্নবাণ এড়ানোর চেষ্টা করতে দেখা গেল ফুটবলারদের । শেষ পর্যন্ত বেইটার সংক্ষিপ্ত উত্তর, "ডার্বির চ্যালেঞ্জ নিতে আমি তৈরি।" আরেক স্প্যানিশ ফুটবলার ফ্রান গঞ্জ়ালেস নিজেদের নিংড়ে দেওয়ার শপথের কথা শোনালেন ।

এই সংক্রান্ত আরও খবর :দলের ফুটবলারদের উপর আস্থা রয়েছে, ডার্বির আগে বললেন আলেয়ান্দ্রো

ফুটবলারদের হার না মানা মনোভাব বড় ম্যাচে কিবু ভিকুনার USP । ডুরান্ড ফাইনালে হার, কলকাতা লিগে ভালো শুরু না হলেও কল্যাণী স্টেডিয়ামে দল জয়ে ফেরায় সবুজ-মেরুন সাজঘর জুড়ে ওয়েক আপ কল । ডিফেন্সে ফ্রান গঞ্জ়ালেস, মাঝমাঠে বেইটা, আক্রমণে সালভো চামারো মোহনবাগানের মেরুদণ্ড । কিবু ভিকুনা জানেন, মেরুদণ্ড সচল থাকলেই বাজিমাত সম্ভব । বলেন," ডার্বির লড়াই 11 বনাম 11-র । আমি জানি দল হিসেবে ইস্টবেঙ্গল ভালো এবং শক্তিশালী । মাঝমাঠ যথেষ্ট ভালো । কিন্তু আমি কৌশল নিয়ে আলোচনা করতে চাই না । তবে বলতে পারি আমার দল পিছিয়ে নেই ।"

এই সংক্রান্ত আরও খবর :ডার্বি নিয়ে অঙ্ক কষা শুরু কিবু ভিকুনার

দুপুর তিনটের গরমে ভালো ফুটবল সম্ভব নয়, আলেয়ান্দ্রোর মতো তিনিও তা মানেন ৷ দলেও সামান্য সমস্যা রয়েছে মানছেন । একইসঙ্গে বলেন, দলের ফিটনেসের উন্নতি ধীরে ধীরে হচ্ছে । সমালোচকরা ফিজ়িকাল ট্রেনারের দিকে আঙুল তুললেও কিবু ভিকুনা ঢাল হয়ে দাঁড়িয়েছেন । কোলাডো ডার্বিতে ফের গোল করার চ্যালেঞ্জ ছুড়ছেন । যা মোহনবাগান রক্ষণের পক্ষে চিন্তার । কিন্তু ডার্বি ঘুরে দাড়ানোর মঞ্চ । আর সেই মঞ্চেই নতুনভাবে ঘুরে দাঁড়াতে চায় মোহনবাগান ।

এই সংক্রান্ত আরও খবর :শুধু কোলাডো নয়, ইস্টবেঙ্গল দলকেই গুরুত্ব দিচ্ছেন কিবু ভিকুনা

Last Updated : Sep 1, 2019, 6:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details