কলকাতা, 31 অগাস্ট : ডার্বির সাংবাদিক বৈঠকে IFA কর্তাদের সামনেই ম্যাচের সময় নিয়ে বিরক্তি প্রকাশ করলেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । গতকাল বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দুপুর তিনটে ম্যাচ আয়োজনের জন্য সঠিক সময় নয় । ওই সময়টা ভালো খেলার জন্যও উপযুক্ত নয়। তাঁর সুরে সুর মেলান পাশে বসে থাকা মোহনবাগান কোচ কিবু ভিকুনাও ৷
প্রতিপক্ষ দলের কোচের সামনে নিজের দলের শক্তি ও দুর্বলতা নিয়ে মুখ খুলতে রাজি ছিলেন না ইস্টবেঙ্গল কোচ । অভিজিৎ সরকার ছাড়া বাকি সকলেই ম্যাচে নামার জন্য তৈরি বলে জানান তিনি । দুই স্প্যানিশ কোচের দ্বৈরথ নিয়ে কথা হলেও আলেয়ান্দ্রো বলছেন, ডার্বির প্রধান কুশীলব ফুটবলাররা । তাই বড় ম্যাচের চাপ উপভোগ করে ভালো ফুটবল খেলাকে পাখির চোখ করছেন তিনি।