পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কাশ্মীর থেকে সরল ইস্টবেঙ্গল ম্যাচ - pulwama

নিরাপত্তার কারণে কাশ্মীরের বদলে দিল্লিতে হবে রিয়াল কাশ্মীর ও ইস্টবেঙ্গলের ম্যাচ।

ইস্টবেঙ্গল

By

Published : Feb 25, 2019, 5:07 PM IST

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : নিরাপত্তার কারণে কাশ্মীর থেকে সরে গেল রিয়াল কাশ্মীর ও ইস্টবেঙ্গলের ম্যাচ। ২৮ ফেব্রুয়ারি দিল্লিতে হবে ম্যাচটি।

১০ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার কারণে তা বাতিল হয়ে যায়। এরপর ২৮ ফেব্রুয়ারি ম্যাচের দিন ঠিক হয়। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর ইস্টবেঙ্গল ম্যাচটি খেলতে অস্বীকার করে। কিন্তু ফেডারেশন তাদের সিদ্ধান্ত অনড় থাকে।

পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন CRPF জওয়ানের মৃত্যুর পর কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। এরপর আজ আইলিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচ বাতিল করে ফেডারেশন। শ্রীনগরে লোনস্টার কাশ্মীর ও ARA-এর মধ্যের ম্যাচটি বাতিল করে। এরপর ইস্টবেঙ্গল ও রিয়াল কাশ্মীর ম্যাচ নিয়ে আজ ফেডারেশনের অফিসে আলোচনায় বসেছিলেন আইলিগ কমিটির কর্তারা। সুব্রত দত্ত, কুশল দাস, সুনন্দ ধর ছাড়াও একাধিক কর্তা উপস্থিত ছিলেন। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বিচার করে ম্যাচ সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ না খেলায় পয়েন্ট কাটা যায় মিনার্ভা পঞ্জাব FC-র। তবে সেই ম্যাচটি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন।

ABOUT THE AUTHOR

...view details