পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মেসির সঙ্গে বার্সেলোনার শেষ হওয়া চুক্তি 555 মিলিয়ন ইউরো - মেসি

2017 সালে 4 বছরের জন্য বার্সেলোনার সঙ্গে মেসির মোট 555 মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছে ৷ এক স্প্যানিশ সংবাদমাধ্যমের করা খবর অনুযায়ী এমন তথ্যই সামনে এসেছে ৷ এই চুক্তির মধ্যে 510 মিলিয়ন ইউরো ইতিমধ্যে লিওনেল মেসি হাতেও পেয়ে গিয়েছেন বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম ৷

watch-messis-contract-worth-up-to-555-million-euros-report
মেসির সঙ্গে বার্সেলোনার শেষ হওয়া চুক্তি 555 মিলিয়ন ইউরো

By

Published : Jan 31, 2021, 5:35 PM IST

বার্সেলোনা, 31 জানুয়ারি : বার্সেলোনার সঙ্গে চার বছরের জন্য 555 মিলিয়ন ইউরোতে চুক্তি স্বাক্ষর করেছেন লিওনেল মেসি ৷ এক স্প্যানিশ সংবাদ মাধ্য়মের প্রকাশিত খবর অনুযায়ী এমন তথ্য জানা গিয়েছে ৷ তারা মেসির সঙ্গে কাতালান ক্লাবের 2017 সালের চুক্তিপত্র হাতে পেয়েছেন ৷ সেই অনুযায়ী, চার বছরের এই চুক্তিতে মেসির স্থায়ী আয় এবং পরিবর্তিত আয় দুই যুক্ত রয়েছে ৷ যা প্রতিবছরে প্রায় 138 মিলিয়ন ইউরো ৷ যা কোনও খেলোয়াড়ের সঙ্গে সবচেয়ে দামি চুক্তি বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যমটি ৷

তবে, এই চুক্তির এই অর্থের প্রায় অর্ধেক টাকা মেসিকে স্পেনে আয়কর হিসেবে দিতে হবে ৷ তথ্য় অনুযায়ী, আর্জেন্টাইন তারকা ইতিমধ্য়ে চুক্তির 510 মিলিয়ন ইউরো হাতে পেয়ে গিয়েছেন ৷ এই তথ্য ফাঁস হওয়ার পিছনে কারণ হিসেবে জানা গিয়েছে, যে করোনা মহামারির কারণে বার্সেলোনা ক্লাবের বিশাল হিসেব নিকেশের কাজ বাকি পরে রয়েছে ৷ সেই কাজ করতে গিয়েই এই তথ্য় সামনে এসেছে ৷ এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত সভাপতি দিয়ে বার্সেলোনা ক্লাবের বোর্ড চলছে ৷ গত বছর অক্টোবরে সভাপতি জোসেফ বার্তেমিউয়ের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করা হলে, তিনি পদত্যাগ করেন ৷ তারপর থেকেই কোনও স্থায়ী সভাপতি বার্সেলোনায় নেই ৷ আগামী 7 মার্চ বার্সেলোনার সভাপতি নির্বাচনের দিন ধার্য করা হয়েছে ৷

আরও পড়ুন : পরপর পাঁচ ম্যাচে জয় পেল বার্সালোনা

তবে, মেসির সঙ্গে বার্সেলোনার এই বিশাল অঙ্কের চুক্তির ফলও কাতালান এই ক্লাব পেয়েছে ৷ মেসির হাত ধরে বার্সেলোনায় প্রায় 30টি ট্রফি এসেছে ৷ প্রায় দু’দশক ধরে মেসি ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে প্রতিনিধিত্ব করছেন ৷ তবে, সম্প্রতি মেসি বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছিলেন ৷ যদিও এ নিয়ে তিনি সরাসরি কিছু জানাননি ৷ তবে, সূত্রের খবর এই সিজনের শেষে হয়তো মেসিকে অন্যকোনও ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details