হায়দরাবাদ, 5 মার্চ : সেমিফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী মুম্বই সিটি এফসির অধিনায়ক অমরিন্দর সিং । আজ ফাতোর্দা স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামতে চলেছে মুম্বই সিটি এফসি । এটিকে মোহনবাগানকে হারিয়ে সার্জিও লোবেরোর ছেলেরা প্রথম লিগ উইনারস শিল্ড জিতে নেয় । একই সঙ্গে লিগ পর্যায়ে এক নম্বরে শেষ করে তারা এ এফসি কাপে নিজেদের জায়গা করে নেয় । পরবর্তী পদক্ষেপের জন্য দল তৈরি এমনই মনে করেন মুম্বই অধিনায়ক । ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে অমরিন্দর সিং তুলে ধরলেন দলের পারফরমেন্স, তাঁদের স্ট্র্যাটেজি এবং আইএস এল থেকে তিনি ব্যক্তিগত ভাবে কী কী শিখেছেন সেই কথা ।
প্রশ্ন : আপনার কি মনে হয় সার্জিও লোবেরো-র দলের দায়িত্ব নেওয়াই কী দলের সাফল্যের অন্যতম প্রধান কারণ ?
আই এসলের অন্যতম সেরা কোচ লোবেরো । গত মরশুমেও গোয়ার হয়ে তিনি ভাল কাজ করেছেন । প্রায় প্রতি বছরই তিনি সেমিফাইনাল খেলেছেন । দলের সেট-আপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি । আমি যে সমস্ত কোচের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে অন্যতম সেরা লোবেরো । শান্ত থেকে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে তিনি পারেন । আপনারা মাঠে ওনাকে রাগতে দেখবেন, কিন্তু সাজঘরে তিনি ততটাই শান্ত ।
প্রশ্ন : আইএসএলে ধারাবাহিকভাবে অন্যতম সেরা দল গোয়া । সেখানে মুম্বই নতুন চাপ সামলাবেন কী করে ?
আমার মনে হয় না, কোনও রকম বাড়তি চাপ থাকবে বলে । তারা শেষ 13 ম্যাচ না হারলেও তারাই চাপে থাকবে । আমরা লিগ পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করে নিজেদের কাজ করেছি । গোয়ার বিরুদ্ধে খেলতে আমরা প্রস্তুত । আমরা এখন দল হিসাবে কিংবা এই মূহূর্তে ফোকাস করছি ।
প্রশ্ন : সেমিফাইনালের আগে কী কোনও খামতি যা ঠিক করতে চান ?