কলকাতা, 28 জুন : রাজ্যজুড়ে চিটফান্ড কেলেঙ্কারির কারণেই IFA-র আর্থিক দেনায় ডুবেছে । বর্তমানে সংস্থার দেনা ছ'কোটি টাকায় গিয়ে ঠেকেছে । আজ এক অনুষ্ঠানে একথা বললেন বিদায়ি IFA সচিব উৎপল গাঙ্গুলি ।
12 বছরের বেশি সময় ধরে IFA সচিবের পদে রয়েছে তিনি । বিদায়বেলায় কিছুটা হলেও আবেগতাড়িত সচিব উৎপল গাঙ্গুলি । নিজে একসময় চুটিয়ে হকি খেলেছেন । জামাইকার জাতীয় হকি দলের কোচের দায়িত্ব সামলেছেন । রাজ্য ফুটবল সংস্থার ইতিহাসে তিনি একমাত্র সচিব যার খেলাধূলা করার ইতিহাস রয়েছে । পরে শিল্পপতি হয়েছেন । কিন্তু খেলার প্রতি টানটা শেষ হয়ে যায়নি । গত 12 বছরে বিভিন্ন টুর্নামেন্টের জন্য আর্থিক পৃষ্ঠপোষকতা নিয়ে এসেছেন । IFA-কে আর্থিক ভাবে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন । কিন্তু রাজ্যজুড়ে চিটফান্ড কেলেঙ্কারি IFA-র আর্থিক স্বনির্ভরতায় বড়সড় ধাক্কা দিয়েছে । বার্ষিক রিপোর্ট বলছে ছয় কোটি টাকার কাছাকাছি দেনা । বিপুল আর্থিক দায় নিয়ে রাজ্য ফুটবল চালানো চ্যালেঞ্জের । উৎপল গাঙ্গুলি নতুনকে স্বাগত জানিয়েছেন । সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন । তাই পাঁচ জুলাই IFA-র নতুন গভর্নিং বডির সভায় জয়দীপ মুখার্জি বা বিশ্বরূপ দে যেই দায়িত্ব পান না কঠিন প্রশ্নপত্রের সামনে পড়তে চলেছেন ।