কলকাতা, 11 অক্টোবর : দুর্গাপুজোর মধ্যে কলকাতা ফুটবল লিগের ম্যাচে পুলিশের অনুমতিকে ঘিরে দেখা দিল অনিশ্চয়তা ৷ লিগের নকআউট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল হচ্ছে মঙ্গলবার সপ্তমীর দুপুরে। ম্যাচটি হবে কল্যাণী স্টেডিয়ামে। আর ফাইনাল ম্যাচ হবে লক্ষ্মীপুজোর আগে 18 অক্টোবর। এখনও পর্যন্ত এই ক্রীড়াসূচি ঠিক রয়েছে। “এখনও পর্যন্ত” লিখতে হচ্ছে কারণ মঙ্গলবার মহাসপ্তমীতে কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন ঘিরে পুলিশ আপত্তি জানিয়েছে। পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় বলে আইএফএকে জানানো হয়েছে। রবিবার রাতে এই খবর জানতে পেরে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার অফিসে অবস্থা সামাল দিতে তৎপরতা শুরু হয়েছে। সোমবার বিকেলে তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে। সেখানে মহমেডান স্পোর্টিং এবং ইউনাইটেড স্পোর্টস কর্তাদের ডাকা হয়েছে।
মহমেডান-ভবানীপুর ম্যাচ শনিবারের পর আইএফএ দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ একমাস পিছিয়ে দিয়েছিল। দুটি ম্যাচের জন্য লিগ একমাস পিছিয়ে দেওয়া নিয়ে ময়দানে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। অথচ আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় দু'সপ্তাহ আগেও চেয়েছিলেন পুজোর আগেই লিগ শেষ করতে। তিনি যখন সচিবের চেয়ারে বসেছিলেন সেই বছর পুজোর পরে লিগের খেতাব নির্ণায়ক ম্যাচ খেলতে চেয়েছিল ইস্টবেঙ্গল। সেই সময় লাল-হলুদের অনুরোধ ফিরিয়ে দিয়ে পুজোর আগেই লিগ শেষ করেছিলেন জয়দীপবাবুরা। তাই শনিবার মহমেডান-ভবানীপুর ম্যাচের পরে কেন এই সিদ্ধান্ত? মাত্র দুটো ম্যাচের জন্য কেন নভেম্বরের 12 তারিখ পর্যন্ত টেনে নিয়ে যেতে চেয়েছিলেন আইএফএ সচিব? শনিবার বিকেলে লিগের দুটি ম্যাচ এক মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ময়দানের একাংশ ভালভাবে মেনে নিতে পারেনি। বিশেষ করে ইউনাইটেড স্পোর্টস আপত্তি জানিয়েছিল। তারপরই শনিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনাল করতে উদ্যোগ নেওয়া শুরু করে আইএফএ।