বুকারেস্ট (রোমানিয়া), 18 জুন : জল নয় কোকা-কোলা আছে ? সাংবাদিক বৈঠকে এভাবেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে মজা করেছিলেন স্কটল্যান্ডের জন ম্যাকগিন ৷ গত রাতের ইউক্রেনের সেরা ফুটবলার আন্দ্রি ইয়ারমোলেন্কো তো আরও একধাপ উপরে গেলেন ৷ কোকা-কোলা ও হাইনিকেনের বোতল নিজের কাছে টেনে নিয়ে, সংস্থাগুলিকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বললেন ৷ বোঝাই গেল কোক ও হাইনিকেন নিয়ে তৈরি হওয়া সম্প্রতি বিতর্ক নিয়ে বেশ মজা পেয়েছেন এই দুই ফুটবলার ৷
শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ড ৷ একে একে সেই পথেই পা বাড়িয়েছিলেন পল পোগবা ও ম্যানুয়াল লোকাতেলি ৷ স্বাস্থ্য সচেতন রোনাল্ডো সাংবাদিক বৈঠকের সময় টেবিলে রাখা কোকা-কোলার বোতল সরিয়ে দিয়ে জল চান ৷ এরপর পল পোগবাও সরিয়েছিলেন বিয়ারের বোতল ৷ সেই পথেই হেঁটে লোকাতেলিও কোকের বিরুদ্ধে কথা বলেছেন ৷ তবে পুরো বিষয়টি নিয়ে বেশ মজা পেয়েছেন জন ম্যাকগিন ও আন্দ্রি ইয়ারমোলেন্কো ৷
রোনাল্ডোর কোকা-কোলার বোতল সরানোর ঘটনায় বেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল বিশ্বজুড়ে ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা ৷ তাঁদের ব্যান্ডভ্যালু পড়ে যায় প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার ৷ কোকো-কোলার স্টক প্রাইস কমে 1.6 শতাংশ ৷