14 বুদাপেস্ট, 14 জুন : মঙ্গলবার হাঙ্গেরির (Hungary) বিরুদ্ধে ইউরো (UEFA EURO 2020) অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল (Portugal) । বুদাপেস্টের পুসকাস এরিনায় (Puskas Arena) ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে নটায় । দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে পর্তুগাল । আগের 13 বারের সাক্ষাতে এক বারও জয় পায়নি হাঙ্গেরি । 9 বার জিতেছে ইউরোপিয়ন সেলেসাওরা , চারটি ম্যাচ ড্র ।
ইউরোর বাছাই পর্ব ও মূল পর্ব মিলিয়ে মোট 3 বার মুখোমুখি হয়েছে হাঙ্গেরি ও পর্তুগাল । 2 টি ম্যাচ জিতেছে পর্তুগাল ও 1 টি ম্যাচ ড্র হয়েছে । এর মধ্যে রয়েছে 2016 সালের গ্রুপ পর্বের ম্যাচে । লিয়ঁর প্রাক অলিম্পিক স্টেডিয়ামে তিন বার পিছিয়ে পড়েও সেই ম্যাচ ড্র করে পর্তুগাল । জোড়া গোল করে ম্যাচের নায়ক হন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ।
এদিকে বিশ্বকাপের মূলপর্ব ও যোগ্যতা নির্ণায়ক পর্ব মিলিয়ে মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও হাঙ্গেরি । পাঁচ বারই শেষ হাসি হেসেছে পর্তুগিজ শিবির । 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপের মূলপর্বের গ্রুপ পর্যায়ে ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হয় দুই পক্ষ । সেই বার 3-1 গোলে হাঙ্গেরিয়ানদের উড়িয়ে দিয়েছিল পর্তুগাল । জোড়া গোল করেছিলেন পর্তুগালের হোজে অগাস্তু (Jose Augusto) , একটি গোল করেছিলেন তরেস (Torres) । অন্যদিকে হাঙ্গেরির হয়ে একমাত্র গোলটি করেছিলেন বেনে (Bene) ।
বিশ্বকাপ ও ইউরো ছাড়াও 5 বার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে পর্তুগাল ও হাঙ্গেরি । সেখানেও দাপট ধরে রেখেছে পর্তুগাল । 2 বার জিতেছে পর্তুগাল , 3টি ম্যাচ ড্র হয়েছে । দুইদলের মুখোমুখি লড়াইয়ে তিন বার 3-0 গোলে জয় পেয়েছে পর্তুগাল । কাকতালীয় ভাবে তিনটে ম্যাচই হয়েছিল লিসবনে ।
দুই দলের 13 বারের লড়াইয়ে সর্বোচ্চ 4 টি গোল করেছেন পর্তুগালের বর্তমান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । দু'টি করে গোল করেছেন আন্দ্রে সিলভা (Andre Silva) ও রুই কোস্তা (Rui Costa) । পরিসংখ্যানেই পরিস্কার দুই দলের লড়াইতে পর্তুগাল এগিয়ে রয়েছে কয়েক যোজন ।
তবে ফুটবল মানেই অনিশ্চয়তা । যে কোনও দিন বদলে যেতে পারে ইতিহাস । যেরকম 2016 সালের ইউরোয় প্রায় হতে হতে হয়নি । সৌজন্যে সিআরসেভেন । এবার তাই গ্রুপ অফ ডেথের প্রথম ম্যাচেই চামক দিতে চাইছে হাঙ্গেরি । যদিও নবীন-প্রবীণের ভারসাম্যকে হাতিয়ার করে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছে পর্তুগালও । এই লড়াইয়ে ফারনান্দো স্যান্তোসের (Fernando Santos) ট্রাম্প কার্ড যে রোনাল্ডোই তা আর বলার অপেক্ষা রাখে না । একটি গোল করলেই ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনাল্ডো । বর্তমানে মিশেল প্লাতিনির (Michel Platini) (9 গোল) সঙ্গে এক আসনে রয়েছেন সিআরসেভেন (9 গোল ) ।