পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চ্যাম্পিয়ন লিগের ড্র, শেষ ষোলোয় অ্যাটলেটিকোর মুখোমুখি লিভারপুল - ট্যটেনহ্যাম হটস্পার

সোমবার সুইজারল্যান্ডের নিয়ন শহরে বসেছিল উয়েফা চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর ড্রয়ের আসর ৷ স্প্যানিশ দল অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ৷

image
চ্যাম্পিয়ন লিগের ড্র

By

Published : Dec 16, 2019, 9:41 PM IST

Updated : Dec 16, 2019, 11:49 PM IST

নিয়ন, 16 ডিসেম্বর : উয়েফা চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর ড্র হয়ে গেল সোমবার ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ ৷ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের সামনে রানার্স টটেনহ্যাম হটস্পার ৷ সদ্য কোচ পরিবর্তন করে বর্তমানে হোসে মোরিনহোর প্রশিক্ষণে হটস্পার খেলবে আর বি লিপজিগের বিরুদ্ধে ৷

অন্য এক জার্মান দল বুরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ফ্রান্সের দল প্যারিস সাঁ জাঁ ৷ চ্যাম্পিয়ন লিগে সবথেকে সফল দল রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ৷

প্রথমবার নকআউট পর্যায়ে পৌঁছানো ইতালির আতলান্তা খেলবে স্পেনের ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ৷ অন্যদিকে শেষ ষোলোর লড়াইয়ে ল্যাম্পার্ডের চেলসির মুখোমুখি বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হ্যান্স ডিয়েটার ফ্লিকের বায়ার্ন মিউনিখ ৷

শেষ ষোলোর লড়াই শুরু হবে 18 ফ্রেব্রুয়ারি ৷ প্রথম লেগ শেষ হবে 26 ফেব্রুয়ারি ৷ দ্বিতীয় লেগের খেলা শুরু হবে 10 মার্চ, শেষ ষোলোর খেলা শেষ হবে 18 মার্চ ৷

Last Updated : Dec 16, 2019, 11:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details