নিয়ন, 16 ডিসেম্বর : উয়েফা চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর ড্র হয়ে গেল সোমবার ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ ৷ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের সামনে রানার্স টটেনহ্যাম হটস্পার ৷ সদ্য কোচ পরিবর্তন করে বর্তমানে হোসে মোরিনহোর প্রশিক্ষণে হটস্পার খেলবে আর বি লিপজিগের বিরুদ্ধে ৷
অন্য এক জার্মান দল বুরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ফ্রান্সের দল প্যারিস সাঁ জাঁ ৷ চ্যাম্পিয়ন লিগে সবথেকে সফল দল রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ৷