পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মাঠে ফেরার জন্য মেয়েরা মুখিয়ে রয়েছে, বললেন ডেনারবি - লকডাউন

কোচ হিসেবে অভিজ্ঞতার দিক থেকে ডেনারবি যথেষ্ট এগিয়ে । তার তত্ত্বাবধানে খেলে 2011 সালে মেয়েদের বিশ্বকাপে সুইডেন তৃতীয় স্থান পেয়েছিল । ঠিক পরের বছর 2012 সালের অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল সেই দল ।

মাঠে ফেরার জন্য মেয়েরা মুখিয়ে রয়েছে, বললেন ডেনারবি
মাঠে ফেরার জন্য মেয়েরা মুখিয়ে রয়েছে, বললেন ডেনারবি

By

Published : May 24, 2020, 11:41 PM IST

কলকাতা, 24 এপ্রিল: মেয়েরা মাঠে ফেরার জন্য মরিয়া । জানিয়ে দিলেন অনূর্ধ্ব-17 ভারতীয় মহিলা দলের হেড কোচ টমাস ডেনারবি । ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপ নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন তিনি । কোরোনার কারণে পিছিয়ে আগামী বছরের ফেব্রুয়ারির 17 তারিখ ভারতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ ।

এইমুহূর্তে কোরোনা ভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন চলছে । খেলাধুলো বন্ধ । সামনে বিশ্বকাপের মতো ইভেন্ট থাকলেও ঘরবন্দী থাকতে হচ্ছে অনূর্ধ্ব-17 ভারতীয় দলের মেয়েদের । এই বিষয়ে কোচ ডেনারবি বলছেন, "মেয়েরা মাঠে ফেরার জন্যে মুখিয়ে রয়েছে । ফুটবলই তাদের জীবন । তারা মাঠে নেমে ফুটবল খেলতে চায় ।" গোয়াতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শিবির চলার পর কিছুদিন ছুটি দেওয়া হয়েছিল মেয়েদের । পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ফিরে আসার কথা ছিল তাদের । কিন্তু তারপরই লকডাউন শুরু হওয়ায় মেয়েরা আর শিবিরে ফিরতে পারেনি । এই অবস্থায় নতুনভাবে সবকিছু সাজাতে হচ্ছে সুইডিশ কোচকে । বাড়িতে থাকলেও দলের ফুটবলারদের ফিটনেস ট্রেনিংয়ের শিডিউল তৈরি করে দিয়েছেন তিনি । সঙ্গে চলছে ভিডিয়ো সেশন । বছর ষাটেকের কোচ আরও বলেছেন, "প্রতিটি মেয়ে সর্বোচ্চ পর্যায়ে নিজেদের মেলে ধরতে মুখিয়ে রয়েছে । নিয়মমতো শিডিউল মেনে ফিজিক্যাল ফিটনেস করছে যাতে মাঠে নেমে ফিটনেসের ঘাটতি না হয় । প্রত্যেকেই মাঠে ফেরার অপেক্ষা করছে ।"

ডেনারবি

কোচ হিসেবে অভিজ্ঞতার দিক থেকে ডেনারবি যথেষ্ট এগিয়ে । তাঁর তত্ত্বাবধানে খেলে 2011 সালে মেয়েদের বিশ্বকাপে সুইডেন তৃতীয় স্থান পেয়েছিল । ঠিক পরের বছর 2012 সালের অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল সেই দল । ভারতীয় মেয়েদের কোচিং করানোর নিরিখে এই বর্ষীয়ান কোচের মনে হয়েছে, নিজেদের মেলে ধরার এটাই সেরা সুযোগ । চূড়ান্ত পর্যায়ে 23 জনকে বেছে নেওয়া হবে । প্রতিটি ফুটবলারের চারিত্রিক দৃঢ়তা ভিন্ন বলে মনে করেন ডেনারবি । তাই তাদের আলাদাভাবে তৈরি করতে চান । 17 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ 7 মার্চ পর্যন্ত ভারতের পাঁচটি শহরে চলবে ।

ABOUT THE AUTHOR

...view details