লন্ডন, 27 জুন : ইউরো 2020-র কোয়ার্টার ফাইনালে ইতালি ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 95 মিনিটে ভাঙল ডেড লক ৷ ইতালির হয়ে গোল করলেন ফ্রেডরিকো কিয়েজা ৷ তবে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পাশাপাশি আরও একটি রেকর্ড গড়ল আজুরিরা ৷ 19 ঘণ্টার বেশি সময়ের পর প্রথম ইতালির জালে বল জড়াল ৷ একইসঙ্গে টানা 12টি ম্যাচে জয় তুলে নিল রবার্তো মানচিনির ছেলেরা ৷
গ্রুপ স্টেজে বিপক্ষের উপর কার্যত বুলডোজার চালানোর পর নকআউটে প্রথমবার কঠিন লড়াইয়ের সম্মুখীন হল ইতালি ৷ খেলার অতিরিক্ত সময়ে 2-1 গোলে অস্ট্রিয়াকে হারাল আজুরিরা ৷ পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে ৷
ম্যাচের অতিরিক্ত সময়ে ইতালির হয়ে দুটি গোলই করলেন পরিবর্ত ফুটবলাররা ৷ ওয়েম্বলি স্টেডিয়াম আরও একবার সাক্ষী থাকল রবার্তো মানচিনির অসাধারণ ট্যাকটিসের ৷ ‘‘আমাদের ফ্রেস খেলোয়াড় দরকার ছিল ৷ যাঁরা পরিবর্ত হিসেবে নামল, তাঁরা অসাধারণ’’ ম্যাচের পর এমনই মন্তব্য মানচিনির ৷
কিয়েজার গোল 25 বছর আগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে করা তাঁর পিতা এনরিকো কিয়েজার গোলের কথা মনে করাল ৷ সেবারই শেষবার ইংল্যান্ডে ইউরোর আয়োজন হয়েছিল ৷ যদিও 1996-এ ইউরোর গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয় ইতালিকে ৷