পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EURO 2020 : হারলেও ফুটবল স্কিলে ব্রাজিলকে মনে করাল তুরস্ক - EURO 2020

হারলেও বুরাক ইলমাজের নেতৃত্বাধীন তুরস্কের ফুটবলারদের পায়ে বেশ কয়েকবার স্কিলের ঝলকানি দেখা গিয়েছে ৷ ইতালির তারকা ডিফেন্ডার ম্যানুয়েল লোকাতেলিকে স্কিলের ঝলকে বোকা বানান কেনান কারামান ৷

ফুটবল স্কিলে ব্রাজিলকে মনে করাল তুরস্ক
ফুটবল স্কিলে ব্রাজিলকে মনে করাল তুরস্ক

By

Published : Jun 12, 2021, 7:47 PM IST

রোম, 12 জুন : হার দিয়ে ইউরো 2020-র অভিযান শুরু করেছে তুরস্ক ৷ তবে তাঁদের খেলা মনে ধরেছে ফুটবল বোদ্ধাদের ৷ দ্বিতীয়ার্ধে ইতালির ট্যাকটিক্যাল ফুটবলের সামনে পেরে না উঠলেও প্লে-অফে যাওয়ার যাবতীয় রসদ আছে তুরস্কের হাতে বলছেন বিশেষজ্ঞরা ৷

হারলেও বুরাক ইলমাজের নেতৃত্বাধীন তুরস্কের ফুটবলারদের পায়ে বেশ কয়েকবার স্কিলের ঝলকানি দেখা গিয়েছে ৷ ইতালির তারকা ডিফেন্ডার ম্যানুয়েল লোকাতেলিকে স্কিলের ঝলকে বোকা বানান কেনান কারামান ৷ উয়েফার তরফে সেই মুহূর্তের ভিডিয়োটি স্কিল অফ দা ম্যাচ বলা হয়েছে ৷ ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছে ফিফা ৷

আরও পড়ুন :EURO 2020 : বেলের নেতৃত্বে ইউরোর মহারণে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামছে ওয়েলস

অনেকেই বলছেন, ব্রাজিলের বিখ্যাত রোনাল্ডো, কাকা ও রোনাল্ডিনহো জুটির কথা মনে করিয়ে দিল হাকান চালহানলো ও কেনান কারামান জুটি ৷

ABOUT THE AUTHOR

...view details