কলকাতা, 21 মার্চ: পিকে-চুনি-বলরাম ৷ ভারতীয় ফুটবলে আজও এই তিনটে নাম উচ্চারিত হয় একইসঙ্গে ৷ এই তিনমূর্তিকে নিয়ে গড়া ভারতীয় ফরোয়ার্ড লাইন ছিল সেইসময়ের সেরা ৷ ভারতীয় ফুটবলের সেই তিন নক্ষত্রের মধ্য়ে একটি তারা খসে পড়েছে সদ্য ৷ 82 বছর বয়সে জীবনাবসান ঘটেছে পিকে বন্দ্যোপাধ্যায়ের ৷ কিংবদন্তি সতীর্থের মৃত্যুতে শোকাহত তুলসীদাস বলরাম ৷
খেলার মাঠের বোঝাপড়াটা তার বাইরেও বজায় ছিল ৷ একসময়ের সতীর্থই নন, পিকে বন্দ্যোপাধ্যায় ছিলেন তুলসীদাস বলরামের অভিন্নহৃদয় বন্ধু ৷ সেই বন্ধুর মৃত্যুতে শোকগ্রস্ত বলরাম বললেন, "ভারতীয় ফুটবলে পিকে-চুনী-বলরামের নাম একসঙ্গে উচ্চারিত হয় ৷ তার মধ্য়ে একজন আজ নেই ৷ আমি খুবই দুঃখিত ৷ তবে যতদিন ফুটবল থাকবে ততদিন পিকে বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হবে ৷"
দেশের হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন ৷ দুটো অলিম্পিক্স, দুটো এশিয়ান গেমস আর অসংখ্য আন্তর্জাতিক প্রতিযোগিতা ৷ পুরনো দিনের স্মৃতি হাতড়ে ভারতীয় ফুটবলের বিখ্যাত ত্রয়ীর একজন বলরাম বলছিলেন, "কে গোল করল তা নিয়ে মাথাব্যথা ছিল না ৷ আমরা তিনজন শুধু ভাবতাম কীভাবে ভারতীয় দলকে আরও উঁচুতে নিয়ে যাওয়া যায় ৷ আমাদের ভাবনাচিন্তা একই খাতে বইত ৷ যে কারণে মাঠে আমাদের বোঝাপড়া ছিল দারুণ ৷"
বন্ধুর মৃত্যুতে শোকগ্রস্ত বলরাম কবে শেষ দেখা হয়েছিল? উত্তরপাড়ার বাসিন্দা বলরাম বললেন, "রহিম সাহেবের উপর বলিউডে সিনেমা তৈরি হচ্ছে ৷ লেক স্টেডিয়ামে তারই শুটিং চলছিল ৷ সেখানে আমাদের তিনজনকেই ডাকা হয়েছিল ৷ সেখানে হুইল চেয়ারে বসে এসেছিল পিকে-চুনী দুজনই ৷ দেখে খুব কষ্ট হচ্ছিল ৷ ও তো কথাই বলতে পারছিল না ৷"
বলরামের চোখে পিকে ছিলেন একজন কমপ্লিট ফুটবলার ৷ 1962 সালে এশিয়াডে ভারতের সোনা জয়ের অন্যতম কারিগর ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায় ৷ দেশের হয়ে খেলেছেন তিনটি এশিয়ান গেমস ৷ ভারতীয় দলের জার্সিতে খেলেছেন 45টি ম্যাচ ৷ ভারতীয় ফুটবলে পিকে-র অবদান ভোলার নয় ৷ তাই সতীর্থ তথা বন্ধুর স্মৃতির উদ্দেশে ভারতীয় ফুটবল ফেডারেশন কিছু পদক্ষেপ নিক, চাইছেন বলরাম ৷ অন্তত দেশের ফুটবল স্টেডিয়ামগুলিতে পিকে-র মূর্তি বসানোর হোক দাবি তাঁর ৷ এতে দেশের নব্য প্রজন্ম পিকে বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণা হিসেবে নিতে পারবে ৷