পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ট্রফি জিততে হিমালয় টপকাতে চান দীপেন্দু - সিকিম গোল্ড কাপ

39তম সিকিম গভর্নর্স গোল্ড কাপের আজ ফাইনাল ৷ মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং ক্লাব এবং সিকিম হিমালয়ান ক্লাব ৷

চলছে অনুশীলন

By

Published : Nov 12, 2019, 1:25 PM IST

Updated : Nov 12, 2019, 1:37 PM IST

পালজোর (সিকিম), 12 নভেম্বর : ক্লান্তি, মাঠের বাইরের প্রতিকূলতা সব সরিয়ে মহমেডানের চোখ শুধুই ট্রফিতে । তাই হিমালয় টপকাতেও রাজি মহমেডানের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস৷

আজ সিকিমের পালজোরে গভর্নর্স গোল্ড কাপে সাদা-কালো শিবিরের প্রতিপক্ষ হিমালয়ান FC । চল্লিশ বছর পরে সিকিমের কোনও ক্লাব দল গভর্নর্স গোল্ড কাপের ফাইনালে উঠেছে । ফলে স্থানীয় মানুষের আবেগ দলটিকে ঘিরে গড়ে উঠেছে । আজ ফাইনালে স্বাভাবিক ভাবে স্থানীয় দলের সমর্থকদের শব্দব্রহ্ম যে কলকাতার দলটির অন্যতম প্রতিবন্ধকতা হয়ে উঠতে চলেছে তা বলাই বাহুল্য । তার উপর সিকিমের এই দলটির বিরুদ্ধে মহমেডান কোনওদিন জিততে পারেনি ।

চলছে অনুশীলন

আই লিগের দ্বিতীয় ডিভিশনে এই দুই দল পরস্পরের মুখোমুখি হলেও মহমেডান চিরকালই পরাজিত । পরিসংখ্যান পরিস্থিতি জানেন মহমেডানের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস । প্রতিপক্ষ দলে তিন বিদেশির উপস্থিতি, স্থানীয় ভালো ফুটবলারদের প্রমাণ করার তাগিদের কথা টিম মিটিংয়ে তীর্থঙ্কর, চান্টে, চার্লসদের বলেছেন । উচ্চতা যেহেতু সমস্যা, তাই দ্রুত গোল তুলে নেওয়ার উপর জোর দিচ্ছেন । কারণ, একদিনের ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কি, উচ্চতাজনিত সমস্যায় ফুটবলারদের শ্লথ হয়ে পড়ার আগেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলতে চান তিনি । সাদা-কালো ফুটবলাররাও পরিস্থিতি বুঝতে পেরে চাঙ্গা । তারাও মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলতে মরিয়া । তাই হিমালয়ান FC-র বাধা টপকাতে কোনও প্রতিকূলতাকে পাত্তা দিতে রাজি নন ।

দীপেন্দু বলছেন, ফাইনাল সবসময়ই গুরুত্বপূর্ণ । কোনও দল এই ম্যাচে দুর্বল নয় । তাই ট্রফির জন্যে ছেলেদের মরিয়া শরীরীভাষা ভালো কিছুর আশা দেখাচ্ছে ।

Last Updated : Nov 12, 2019, 1:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details