কলকাতা, 4 সেপ্টেম্বর : এক নম্বরের সঙ্গে লিগ টেবিলের আট নম্বর দলের লড়াই ৷ পয়েন্ট টেবিলে অবস্থানের বিচারে এরকম অসম লড়াই নিয়ে ময়দানে আগ্রহ থাকা উচিৎ নয় । তবুও বৃহস্পতিবার এক নম্বরে থাকা ভবানীপুর ক্লাবের সঙ্গে আট নম্বরে থাকা মোহনবাগানের ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে । ভবানীপুরের কোচ শংকরলাল চক্রবর্তীর বক্তব্য তিনি পয়েন্ট টেবিলে প্রথম স্থান হারাতে নারাজ । তবে আট নম্বরে থাকলেও মোহনবাগানকে নিয়ে তাচ্ছিল্য করার বিলাসিতার জায়গায় তারা নেই । কারণ কিবু ভিকুনার দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কম এবং প্রতিপক্ষ একটা ম্যাচ কম খেলেছে । তাই শূন্য থেকে শুরু করার মানসিকতা নিয়ে কিক অফ করতে চান । দলে ময়দানের পোড়খাওয়া কামো বায়ো রয়েছেন । সঙ্গে আরও দুই চেনা বিদেশি । তাই স্প্যানিশ আর্মাডার শক্ত চ্যালেঞ্জ সামলাতে তৈরি ভবানীপুর ।
একবছর আগে মোহনবাগান আট বছরের খরা কাটিয়ে কলকাতা লিগ ঘরে তুলেছিল । সেদিনের সবুজ মেরুন কোচ শংকরলাল এবছর ভবানীপুরের ডাগ আউটে । স্বাভাবিকভাবে বদলার মানসিকতা কাজ করাই স্বাভাবিক । কিন্তু শংকরলালের বক্তব্য, তিনি এধরনের আবেগ, উচ্ছ্বাস থেকে চিরকালই দূরে । এই ম্যাচও তার ব্যতিক্রম হবে না । ময়দানের একপক্ষ বলছে মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসুর ক্লাব ভবানীপুর । তাই বৃহস্পতিবারের ম্যাচ মোহবাগানের ঘরের খেলা । অভিযোগকে পাত্তা না দিয়ে শংকরলাল বলছেন তাঁদের পাখির চোখ তিন পয়েন্ট ।