পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া শংকর, জয়ের খোঁজে ভিকুনা - Mohun bagan Coach Kibu Vicuna

কল্যাণী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা মোহনবাগানের বাড়তি পাওনা । অ্যাডভান্টেজও বটে । কলকাতা লিগে এখনও পর্যন্ত মোহনবাগানের একমাত্র জয় কল্যাণী স্টেডিয়ামেই । কল্যাণীর বড় মাঠে না খেলার অসুবিধা শংকরলালকে চিন্তায় রেখেছে । তাই চিন্তা, বদলা শীর্ষস্থান দখলে রাখার ফুটবল দ্বৈরথে ভবানীপুর ও মোহনবাগান ।

শংকরলাল

By

Published : Sep 5, 2019, 12:01 AM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : এক নম্বরের সঙ্গে লিগ টেবিলের আট নম্বর দলের লড়াই ৷ পয়েন্ট টেবিলে অবস্থানের বিচারে এরকম অসম লড়াই নিয়ে ময়দানে আগ্রহ থাকা উচিৎ নয় । তবুও বৃহস্পতিবার এক নম্বরে থাকা ভবানীপুর ক্লাবের সঙ্গে আট নম্বরে থাকা মোহনবাগানের ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে । ভবানীপুরের কোচ শংকরলাল চক্রবর্তীর বক্তব্য তিনি পয়েন্ট টেবিলে প্রথম স্থান হারাতে নারাজ । তবে আট নম্বরে থাকলেও মোহনবাগানকে নিয়ে তাচ্ছিল্য করার বিলাসিতার জায়গায় তারা নেই । কারণ কিবু ভিকুনার দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কম এবং প্রতিপক্ষ একটা ম্যাচ কম খেলেছে । তাই শূন্য থেকে শুরু করার মানসিকতা নিয়ে কিক অফ করতে চান । দলে ময়দানের পোড়খাওয়া কামো বায়ো রয়েছেন । সঙ্গে আরও দুই চেনা বিদেশি । তাই স্প্যানিশ আর্মাডার শক্ত চ্যালেঞ্জ সামলাতে তৈরি ভবানীপুর ।

একবছর আগে মোহনবাগান আট বছরের খরা কাটিয়ে কলকাতা লিগ ঘরে তুলেছিল । সেদিনের সবুজ মেরুন কোচ শংকরলাল এবছর ভবানীপুরের ডাগ আউটে । স্বাভাবিকভাবে বদলার মানসিকতা কাজ করাই স্বাভাবিক । কিন্তু শংকরলালের বক্তব্য, তিনি এধরনের আবেগ, উচ্ছ্বাস থেকে চিরকালই দূরে । এই ম্যাচও তার ব্যতিক্রম হবে না । ময়দানের একপক্ষ বলছে মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসুর ক্লাব ভবানীপুর । তাই বৃহস্পতিবারের ম্যাচ মোহবাগানের ঘরের খেলা । অভিযোগকে পাত্তা না দিয়ে শংকরলাল বলছেন তাঁদের পাখির চোখ তিন পয়েন্ট ।

কল্যাণীতে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে নামার আগে স্বস্তিতে নেই মোহনবাগান । ভিপি সুহের ও আশুতোষ মেহেতার চোট নিয়ে দুশ্চিন্তায় কোচ কিবু ভিকুনা । সম্ভবত ভবানীপুরের বিরুদ্ধে তাঁদের পাচ্ছেন না তিনি । তবে লাল কার্ডের নির্বাসন কাটিয়ে দলে ফিরেছেন কিমকিমা । সবুজ মেরুন কোচ এখন ঠিক করেননি কী করবেন? সালভা চামোরোকে দলে আনবেন না মোরান্তে, গঞ্জালেস, বেইতিয়া দিয়ে শুরু করাবেন ? দলে সুযোগ পাওয়ার জন্য এখন সুস্থ প্রতিযোগিতা চলছে । ফলে দল গড়তে হিমসিম খেতে হলেও এই প্রতিযোগিতা উপভোগ করছেন মোহন কোচ । রাখঢাক না করে মানছেন ম্যাচটা কঠিন । এবং লিগ খেতাব ধরে রাখার জন্য এই ম্যাচের তিন পয়েন্ট জরুরি । তাই জয় ছাড়া অন্য ভাবনা নেই ।

কল্যাণী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা মোহনবাগানের বাড়তি পাওনা । অ্যাডভান্টেজও বটে । কলকাতা লিগে এখনও পর্যন্ত মোহনবাগানের একমাত্র জয় কল্যাণী স্টেডিয়ামেই । কল্যাণীর বড় মাঠে না খেলার অসুবিধা শংকরলালকে চিন্তায় রেখেছে । তাই চিন্তা, বদলা শীর্ষস্থান দখলে রাখার ফুটবল দ্বৈরথে ভবানীপুর ও মোহনবাগান ।

ABOUT THE AUTHOR

...view details