কলকাতা, 5 ফেব্রুয়ারি : মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে যে ছকে খেলেছিলেন, সেই কৌশলই ফের ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রয়োগ করতে চান আন্তেনিও লোপেজ হাবাস।
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত জয় পাওয়ার পর এটিকে মোহনবাগানের ছবিটা বদলে গিয়েছে। লিগে শীর্ষস্থান ধরাই এখন সবুজমেরুন ফুটবলারদের পাখির চোখ। বিষয়টি গোপন করছেন না হাবাসও। বলছেন, ‘‘মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আমরা যে ছকে খেলেছিলাম, সেই কৌশলই ওড়িশার বিরুদ্ধে প্রয়োগ করব। আইএসএলে প্রতিযোগিতার মান এখন অনেক উঁচুতে। কোনও দলই ছোট নয়। তাছাড়া ওড়িশা এখন একটা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচ বদলের পর যেকোনও দলেরই মানসিক জোর অনেকটাই বেড়ে যায়। সম্পূর্ণ বদল দেখা যায়। যা প্রতিপক্ষের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াতে পারে।’’
কেরালার বিরুদ্ধে প্রায় শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে 28 মিনিটের ঝড়ে অবস্থা সামাল দেওয়া গেলেও বিষয়টি যে চিন্তার, তা মানছেন সবুজমেরুণ চাণক্য। তিনি বলেন, ‘‘এই বিষয়ে দল বেছে নেওয়ার পর অবশ্যই আলোচনা করব। মরশুমজুড়ে বিদেশি ফুটবলারদের চোট আঘাত নিয়ে সমস্যায় পড়েছি। নিয়মিত ব্যবধানে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একাদশ গড়ার সময় না পাওয়ায় দল ঠিক রাখা সমস্যা হয়ে দাঁড়ায়৷’’